7000 টাকার কম দামে Frameless Smart TV, হাতছাড়া না হয় এই অফার!

HIGHLIGHTS

কম দামে বড় ডিসপ্লে সহ Smart TV কেনার কথা ভাবছেন তবে VW Smart TV দেখতে পারেন

Amazon সাইটে ভিডাব্লু ফ্রেমলেস ডিজাইন সহ স্মার্ট টিভি দেদার ছাড়ে বিক্রি হচ্ছে

এই টিভিতে পাওয়ারফুল স্পিকার দেওয়া যা দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করে

7000 টাকার কম দামে Frameless Smart TV, হাতছাড়া না হয় এই অফার!

কম দামের বাজেটে বড় ডিসপ্লে সহ Smart TV কেনার কথা ভাবছেন তবে এই খবর আপনার জন্য। আসেল অনলাইন শপিং সাইট Amazon এ VW কোম্পানি ফ্রেমলেস ডিজাইন সহ স্মার্ট টিভি মডেলে দেদার ছাড় অফার করা হচ্ছে। এই টিভিতে পাওয়ারফুল স্পিকার দেওয়া যা দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অফার করে। শুধু তাই নয়, কোম্পানি এতে একাধিক প্রি ইন্সটল Apps অফার করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনি 32-ইঞ্চির ফ্রেমলেস ডিসপ্লে সহ ভিডাবল্ কোম্পানির ফ্রেমলেস ডিসপ্লে টিভি সস্তায় বাড়ি নিয়ে যেতে পারেন। এই টিভিতে কোয়াড কোর প্রসেসর সহ স্মুদ ইন্টারফেস দেওয়া। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে এই টিভি।

আরও পড়ুন: আর কিছুক্ষণে লঞ্চ হবে iQOO Neo 10 ফোন, থাকবে 7000mAh এর বড় ব্যাটারি, জানুন কেমন হবে স্পেক্স

limited period offer VW Frameless HD Smart Tv

ভারতে VW Smart TV অফারে কত টাকা সস্তায় কেনা যাবে

অনলাইন সাইট Amazon এ ভিডাব্লু স্মার্ট টিভি মাত্র 7,499 টাকায় লিস্ট করা। এই টিভিতে কোম্পানি কিছু ব্যাঙ্ক কার্ড পেমেন্টে ছাড় অফার করছে। যার পরে এই ফোনের দাম 7000 টাকার কম হয় যাবে। বলে দি যে কোম্পানি Federal Bank Credit Card EMI এবং Yes Bank Credit Card EMI পেমেন্টে এই অফার দিচ্ছে।

ভিডাব্লু ফ্রেমলেস সিরিজ স্মার্ট টিভিতে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিডাবলু ফ্রেমলেস টিভিতে 32 ইঞ্চির HD Ready রেজোলিউশন সহ ডিসপ্লে 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া। এতে কানেক্টিভিটির ক্ষেত্রে HDMI পোর্টস এবং দুটি USB পোর্ট পাওয়া যাবে। পাওয়ারফুল স্টিরিও আউটপুটের জন্য এতে 20W সাউন্ড পাওয়া যাবে।

স্মার্ট ফিচার হিসেবে কোম্পানি এতে ইন-বিল্ট ওয়াইফাই, স্ক্রিন মিররিং, ওয়্যারলেস হেডফোন কন্ট্রোল দিয়েছে।

আরও পড়ুন: পুরো 9000 টাকা সস্তা হল OPPO এর ওয়াটারপ্রুফ ফোন, ওয়াশিং মশিনে ধুলেও হবে না খারাপ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo