Oppo 5G Smartphones under Rs 12000: ১২ হাজার টাকার কম দামে দুর্দান্ত ওপ্পো ৫জি স্মার্টফোন, 5100mAh ব্যাটারি সহ দুর্দান্ত ক্যামেরা
Oppo Smartphones under Rs 12000: ভারতীয় বাজারে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানির মধ্যে একটি হল OPPO কোম্পানি
ওপ্পোর এই বাজেট স্মার্টফোনে দুর্দান্ত ক্যামেরা এবং বড় ব্যাটারি মতো ফিচার দেওয়া হয়
বাজেট ফোনের মধ্যে প্রথম ফোন ওপ্পো এ৩এক্স ৫জি ফোন
Oppo 5G Smartphones under Rs 12000: ভারতীয় বাজারে জনপ্রিয় স্মার্টফোন কোম্পানির মধ্যে একটি হল OPPO কোম্পানি। ভারতে ওপ্পোর বাজেট স্মার্টফোন বেশ পছন্দ করা হয়। ওপ্পোর এই বাজেট স্মার্টফোনে দুর্দান্ত ক্যামেরা এবং বড় ব্যাটারি মতো ফিচার দেওয়া হয়। কোম্পানির কাছে দুর্দান্ত বাজেট স্মার্টফোন রয়েছে যা ১২ হাজার টাকার কমে কেনা যাবে। এতে আসে OPPO A3x এবং OPPO K12x সিরিজের ফোন। আসুন ওপ্পোর এই স্মার্টফোনগুলি সম্পর্কে সমস্ত কিছু।
SurveyOppo 5G Smartphones under Rs 12000
OPPO A3x 5G ফোন
বাজেট ফোনের মধ্যে প্রথম ফোন ওপ্পো এ৩এক্স ৫জি ফোন। এটি বাজেট সেগামেন্টে 5জি কানেক্টিভিটি অফার করে। এতে 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সহ আসে। মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসর সহ আসা এতে 8 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর রয়েছে। পাওয়ার দিতে ওপ্পো এ৩এক্স ৫জি ফোনে 5100mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: BSNL Recharge Plan: সস্তায় 6 মাস রিচার্জ থেকে মুক্তি, 900 টাকার কমে মিলবে আনলিমিটেড বেনিফিট

দামের ওপ্পো এ৩এক্স ৫জি ফোনটি ফ্লিপকার্টে এই সময় 11,499 টাকায় বিক্রি হচ্ছে। তবে ব্যাঙ্ক অফারের আওতায় গ্রাহকরা ওপ্পো ফোনে 1000 টাকা ছাড় পাবেন। যার পরে এই ফোনের দাম কমে 10,499 টাকা হয় যাবে।
OPPO K12x 5G ফোনের দাম এবং ফিচার
এবার ওপ্পো কে১২এক্স ৫জি ফোনের কথা। এটি বাজেট সেগামেন্ট থেকে একটু প্রিমিয়াম। এতে 6.67-ইঞ্চি HD+ ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস অফার করা হয়। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি পারফরম্যান্স সহ আসে। ফটোগ্রাফির ক্ষেত্রে 32 মেগাপিক্সেল রিয়ার, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনে পাওয়ার দিতে 5100mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
দামের কথা বললে, ওপ্পোর এই ফোনটি ফ্লিপকার্ট সাইটে 12,999 টাকা দামে লিস্ট করা। তবে ব্যাঙ্ক কার্ড অফারে ফোনটি 1000 টাকা ছাড়ের পর 11,999 টাকায় কেনা যাবে।
আরও পড়ুন: Vivo আনছে X Series এর নতুন ফোন, থাকতে পারে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
