পুরো 25000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung এর ফ্ল্যাগশিপ AI ফোন, 7 বছর পর্যন্ত থাকবে একদম নতুন

HIGHLIGHTS

স্যামসাং এর পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 FE 5G এই সময় Flipkart এর SASA-Lele সেলে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে

স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি সেলে 25,000 টাকার ছাড়ের সাথে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে

গ্যালাক্সি এস24 এফই ফোনে 4700mAh এর ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে

পুরো 25000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung এর ফ্ল্যাগশিপ AI ফোন, 7 বছর পর্যন্ত থাকবে একদম নতুন

আপনি যদি Samsung এর প্রিমিয়াম ফোন কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। স্যামসাং এর পাওয়ারফুল ফ্ল্যাগশিপ স্মার্টফোন Galaxy S24 FE 5G এই সময় Flipkart এর SASA-Lele সেলে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটি সেলে 25,000 টাকার ছাড়ের সাথে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে। ফোনের দাম আর কম করার জন্য ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ছাড়ের সুবিধা নিতে পারেন। আসুন জেন নেওয়া যাক এই স্পেশাল ডিল সম্পর্কে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S24 FE ফোনে সবচেয়ে বড় ছাড়

স্যামসাং গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের বেস মডেল 8GB+128GB স্টোরেজ মডেলেটি 59,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন এই ফোনটি ফ্লিপকার্ট সেলে 25,000 টাকার ছাড়ের পর ফোনটি 34,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনটি ব্লু, গ্রেফাইট এবং মিন্ট কালার অপশনে কেনা যাবে।

গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনটিকে Flipkart এক্সিস ব্যাঙ্ক কার্ড থেকে কেনাকাটাতে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।

আরও পড়ুন: Amazon Great Summer Sale 2025: প্রাইম মেম্বারদের জন্য শুরু হল সেল, দেখে নিন টপ 5 স্মার্টফোনের ডিল

Samsung Galaxy S24 FE 5G at its lowest ever price

শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোনটি এক্সচেঞ্জ করলে 20,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ছাড় পেতে পারেন।

গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী

ফিচারের কথা বললে, গ্যালাক্সি এস24 এফই 5জি ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি প্লাস Dynamic AMOLED 2X ডিসপ্লে পাওয়া যাবে। এটি 120Hz রিফ্রেশ রেট সহ আসে। প্রসেসর হিসেবে এতে Exynosn 2400e ডেকা-কোর প্রসেসর পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে, যা 50MP প্রাইমারি সেন্সর OIS সহ, 8MP টেলিফটো সেন্সর 3x অপটিকাল জুম এবং 12MP আল্ট্রা ওয়াইড লেন্স সাপোর্ট করে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া।

গ্যালাক্সি এস24 এফই ফোনে 4700mAh এর ব্যাটারি দেওয়া যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে Galaxy AI ফিচার মতো Circle to search, Live Translate, Note Assist মতো উন্নত ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: Oneplus 13R ফোনে দেদার ছাড়, বিনামূল্যে মিলবে Buds 3 TWS ইয়ারবড, জানুন কোথায় চলছে ধামাকা অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo