Amazon Great Summer Sale 2025: প্রাইম মেম্বারদের জন্য শুরু হল সেল, দেখে নিন টপ 5 স্মার্টফোনের ডিল
Amazon সাইটে আজ 1 মে থেকে Great Summer Sale 2025 শুরু হয়েছে
গ্রেট সামার সেলে প্রাইম গ্রাহকরা HDFC Bank ক্রেডিট কার্ড এবং EMI পেমেন্টে 10 শতাংশ ছাড় পাবেন
প্রতিবারের মতো Prime Member রা সমস্ত ডিলে 12 ঘন্টা আগেই এক্সেস পাওয়া যাবে
Amazon সাইটে আজ 1 মে থেকে Great Summer Sale 2025 শুরু হয়েছে। প্রতিবারের মতো Prime Member রা সমস্ত ডিলে 12 ঘন্টা আগেই এক্সেস পাওয়া যাবে। অ্যামাজন গ্রেট সামার সেল স্মার্টফোন, স্মার্ট টিভি, ট্যাবলেট, হোম অ্যাপ্লায়েন্সে সহ একাধিক প্রোডাক্ট ছাড়ে বিক্রি হচ্ছে। গ্রেট সামার সেল চলাকালীন প্রাইম গ্রাহকরা HDFC Bank ক্রেডিট কার্ড এবং EMI পেমেন্টে 10 শতাংশ ছাড় পাবেন।
Surveyআমরা এই খবরে স্মার্টফোনে পাওয়া সেরা ডিল সম্পর্কে জানাবো। আসুন জেনে নেওয়া যাক কোন স্মার্টফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে।
আরও পড়ুন: 190 টাকার কম দামে BSNL লঞ্চ করল নতুন মাসিক রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ প্রতিদিন 1.5 জিবি ডেটা
OnePlus 13R
অ্যামাজন গ্রেট সামার সেলে ওয়ানপ্লাস 13আর ফোনটি 39,999 টাকা দামে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানি ফোনের সাথে ইয়ারবড ও ফ্রি দিচ্ছে। তবে বলে দি যে এই দামে ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাবে। ফিচারের কথা বললে, ফ্ল্যাগশিপ ওয়ানপ্লাস 13আর ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। এতে 120Hz রিফ্রেশ রেট, 6000mAh ব্যাটারি, OIS সহ 50MP মেইন ক্যামেরা, 12 জিবি RAM মতো ফিচার রয়েছে।

iQOO Z10x 5G
আইকিউ জি10এক্স 5জি ফোনটি 13,249 টাকায় কেনা যাবে। কোম্পানি এই দামটি ব্যাঙ্ক অফারের সাথে দিচ্ছে। তবে এই ফোনের আসল দাম 17,499 টাকা। ফিচারের কথা বললে, এটি Dimensity 7300 প্রসেসরে কাজ করে। সাথে এতে 6500mAh এর বড় ব্যাটারি অফার করা হয়েছে। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ কেনা যাবে।
Realme Narzo 80x 5G
রিয়েলমি কোম্পানির এই ফোনটি গ্রেট সামার সেলে 12000 টাকার কম দামে কিনতে পারবেন। ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে মাত্র 11,999 টাকায় কেনা যাবে। বলে দি যে এতে কোম্পানির কুপন অফার দিচ্ছে। ফিচার হিসেবে এতে 6000mAh ব্যাটারি, মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 5G চিপসেট পাওয়া যাবে।
Samsung Galaxy M35 5G
আরেকটি ফোন হল স্যামসাং গ্যালাক্সি এম35 5জি ফোনটি 13,999 টাকা দামে বিক্রি হচ্ছে। এতে কোম্পানি ব্যাঙ্ক অফারও দিচ্ছে। ফিচার হিসেবে এতে 128 জিবি স্টোরেজ, 6000mAh ব্যাটারি, ভেপার কুলিং চেম্বর, 120Hz সুপার AMOLED ডিসপ্লে দেওয়া।
OnePlus Nord CE4 Lite 5G
ওয়ানপ্লাস নর্ড সিই4 লাইট 5জি ফোনটি 15,999 টাকায় কেনা যাবে। তবে এই দামটি ব্যাঙ্ক অফারের সাথে পাওয়া যাবে।
আরও পড়ুন: Oneplus 13R ফোনে দেদার ছাড়, বিনামূল্যে মিলবে Buds 3 TWS ইয়ারবড, জানুন কোথায় চলছে ধামাকা অফার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile