আগামী এপ্রিল মাসে আসছে Vivo Mini, 100x ডিজিটাল জুম সহ থাকবে 32MP সেলফি ক্যামেরা

HIGHLIGHTS

ভিভো সম্প্রতি ভারতে ফ্ল্যাগশিপ X200 সিরিজ লঞ্চ করেছিল, এতে Vivo X200 এবং Vivo X200 Pro মডেল নিয়ে এসেছিল

কোম্পানি এই লাইনআপে একটি নতুন স্মার্টফোন Vivo X200 Pro Mini আনার প্রস্তুতি নিচ্ছে

ভিভো এক্স200 প্রো মিনি ভারতে এপ্রিল এবং জুন এর মাঝে লঞ্চ হতে পারে

আগামী এপ্রিল মাসে আসছে Vivo Mini, 100x ডিজিটাল জুম সহ থাকবে 32MP সেলফি ক্যামেরা

ভিভো কিছু দিন আগে ভারতে তার ফ্ল্যাগশিপ X200 সিরিজের স্মার্টফোন লঞ্চ করেছিল। এতে Vivo X200 এবং Vivo X200 Pro মডেল নিয়ে এসেছিল। এখন কোম্পানি এই লাইনআপে একটি নতুন স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনের নাম Vivo X200 Pro Mini হতে পারে যা সিরিজের সাথে চীনে লঞ্চ করা হয়েছিল। এখন কোম্পানি ভারতে এই ফোনটি নিয়ে আসবে বলে খবর রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কবে লঞ্চ হবে Vivo X200 Pro mini

এক্স200 প্রো মিনি ভারতে এপ্রিল এবং জুন এর মাঝে লঞ্চ হতে পারে। মিনি মডেল ভারতে আসার আগেই একাধিক ডিটেল প্রকাশ হয়ে গেছে। নতুন লিকে ভিভো এক্স200 প্রো মিনি ভারতে লঞ্চ তারিখ, দাম এবং স্পেসিফিকেশন জানা গেছে।

আরও পড়ুন: মাত্র 9499 টাকায় বিক্রি হচ্ছে Motorola 5G ফোন, জানুন কোথায় পাবেন এই অফার

রিপোর্ট অনুযায়ী, এই ভিভো ফোনটি ভারতে 70 হাজার টাকা বাজেটে আসতে পারে। এই ফোনের দাম 63,999 টাকার থেকে শুরু হতে পারে। টপ মডেলটি 69,999 টাকা দামে আসতে পারে। তবে এখনও ফোনের কোনো ডিটেল অফিসিয়ালভাবে আসেনি।

Vivo X200 Pro Mini in India Launch

ভিভো এক্স200 প্রো মিনি ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

ডিসপ্লে: ভিভো এক্স200 প্রো মিনি ফোনে 6.31-ইঞ্চির 1.5K ডিসপ্লে সাপোর্ট করে। এটি 120Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে ভিভো এক্স200 প্রো মিনি ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 9400 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো এক্স200 প্রো মিনি ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। ফোনের পিছনে 50MP Sony LYT818 মেইন সেন্সর দেওয়া হয়েছে যা 50MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স এবং 100X ডিজিটাল জুম সহ 50MP পেরিস্কোপর সেন্সর সহ পেয়ার করা। ফ্রন্টে 32MP সেলফি সেন্সর দেওয়া।

ব্যাটারি: পাওয়ার দিতে ভিভো ফোনটি 5700mAh ব্যাটারি সাপোর্ট করে। বড় ব্যাটারি চার্জ করতে এতে 90W ওয়্যারড চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং সহ আসে।

আরও পড়ুন: আরে বাহ! বন্ধ হল না Reliance Jio এর এই জনপ্রিয় রিচার্জ প্ল্যান, 500 জিবি ডেটা সহ মিলবে আনলিমিটেড 5G

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo