মাত্র 6 হাজার টাকার দামে ভারতে এল Motorola-র দুর্দান্ত ফোন, এক বার চার্জে চলবে 42 দিন

মাত্র 6 হাজার টাকার দামে ভারতে এল Motorola-র দুর্দান্ত ফোন, এক বার চার্জে চলবে 42 দিন
HIGHLIGHTS

Moto E13 স্মার্টফোনটি ভারতীয় বাজারে দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে

Moto E13 মোবাইলের দাম 6,999 টাকা থেকে শুরু হয়

Jio Lock Offer-এ Moto E13 ফোনে রিলায়েন্স জিও গ্রাহকরা সরাসরি 700 টাকা রিফন্ড পাবেন

মটোরোলা (Motorola) ভারতে তার কম দামের সস্তা স্মার্টফোন MOTO E13 লঞ্চ করেছে। এই মোবাইলের দাম 6,999 টাকা থেকে শুরু হয়। ফোনটি 13MP ক্যামেরা, 4GB RAM, Unisoc T606 প্রসেসর এবং 5,000mAh ব্যাটারির মতো স্পেসিফিকেশন সাপোর্ট করে। কোম্পানি রিলায়েন্স জিও ইউজারদের কিছু অতিরিক্ত সুবিধাও দিচ্ছে, যার বিষয় আমরা এই খবরে আগে পড়বো।

Moto E13 দাম

Moto E13 স্মার্টফোনটি ভারতীয় বাজারে দুটি ভ্যারিয়্যান্টে লঞ্চ করা হয়েছে। 2GB RAM এবং 64GB স্টোরেজ সহ বেস মডেলের দাম 6,999 টাকা। পাশাপাশি, বড় ভ্যারিয়্যান্ট 4GB RAM সহ 64GB স্টোরেজ সাপোর্ট করে এবং এর দাম 7,999 টাকা রাখা হয়েছে।

Jio Lock Offer-এ Moto E13 ফোনে রিলায়েন্স জিও গ্রাহকরা সরাসরি 700 টাকা রিফন্ড পাবেন। এছাড়াও, 2,000 টাকার 40টি ক্যাশব্যাক ভাউচারও পাওয়া যাবে, যা রিচার্জ ইত্যাদিতে ছাড় হিসাবে ব্যবহার করা যেতে পারে। Jio অফার করার পরে, এই ফোনের দাম পড়বে 4,200 টাকা। ফোনের বিক্রি 15 Feb থেকে Jio Mart থেকে করা হবে।

Moto E13 স্পেসিফিকেশন

Motorola E13 ফোনটি 20:9 অ্যাস্পেক্ট রেশিও সহ আনা হয়েছে  যা 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সহ 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিনটি আইপিএস এলসিডি প্যানেলে তৈরি যা 60Hz রিফ্রেশ রেটে কাজ করে। এই ফোনের স্ক্রিনে 269ppi এবং নাইট লাইট মোডের মতো ফিচারও পাওয়া যাচ্ছে।

Moto E13 ফোনটি Android 13 'Go Edition'-এ লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি 64bit Unisoc T606 Octacore প্রসেসরে 12nm ফ্যাব্রিকেশনে তৈরি করা হয়েছে যা 2GHz ক্লক স্পিডে কাজ করে। ফোনে LPDDR4x RAM প্রযুক্তি দেওয়া হয়েছে। এছাড়া, এই ফোনটি গ্রাফিক্সের জন্য Mali-G57 MC2 GPU সাপোর্ট করে। এই ফোনে 1TB পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ইনস্টল করা যাবে।

Moto e13 budget phone

ফটোগ্রাফির জন্য এই Motorola ফোনের পিছনের প্যানেলে F/2.2 অ্যাপারচার সহ একটি 13-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে, Moto E13 সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য F/2.5 অ্যাপারচার সহ একটি 5-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 10W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ একটি 5,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানি দাবি করে যে ফোনটি 42 দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo