BSNL এর 250 টাকার কম দামে সস্তা প্ল্যান, পুরো মাস মিলবে প্রতিদিন 2GB ডেটা, চাপে Jio-Airtel

HIGHLIGHTS

BSNL এর দুটি রিচার্জ প্ল্যান 228 টাকা এবং 239 টাকার

এই দুটি রিচার্জ প্ল্যানেই এক মাসের বৈধতা অর্থাৎ 30 দিনের সুবিধা অফার করা হবে

প্রতিদিন 2 জিবি ডেটা সহ আরও অনেক দুর্দান্ত সুবিধা পাবেন

BSNL এর 250 টাকার কম দামে সস্তা প্ল্যান, পুরো মাস মিলবে প্রতিদিন 2GB ডেটা, চাপে Jio-Airtel

সরকারী টেলিকম কোম্পানি BSNL সম্প্রতি 250 টাকার কম দামের দুটি রিচার্জ প্ল্যান বাজারে হাজির করেছে। এই রিচার্জ প্ল্যানগুলি 228 টাকা এবং 239 টাকায় আসে৷ এই দুটি রিচার্জ প্ল্যানেই এক মাসের বৈধতা অর্থাৎ 30 দিনের সুবিধা অফার করা হবে। প্ল্যানে, আপনি প্রতিদিন 2 জিবি ডেটা সহ আরও অনেক দুর্দান্ত সুবিধা পাবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL Plan-এ মিলবে এই সুবিধাগুলি

কোম্পানির STV 228 প্ল্যান এক মাসের ভ্যালিডিটির সাথে আসে। প্ল্যানে, কোম্পানি ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতিদিন 2 জিবি ডেটা অফার করছে। এছাড়াও, আপনি এই প্ল্যানে প্রতিদিন 100 বিনামূল্যে SMS সহ সারা দেশে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলিং সুবিধা পাবেন।

BSNL Plan

BSNL-এর 239 টাকার প্ল্যানেও আপনি এক মাসের ভ্যালিডিটির সাথে প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে, কোম্পানি প্রতিদিন 100 বিনামূল্যে SMS সহ সারা দেশে সমস্ত নেটওয়ার্কে সীমাহীন কলিং অফার করছে। 239 টাকার প্ল্যানে আপনি 10 টাকার টকটাইমও পাবেন। কোম্পানি এই দুটি প্ল্যানেই চ্যালেঞ্জস অ্যারেনা মোবাইল গেমিং (Mobile Arena Gaming) পরিষেবাও অফার করছে।

BSNL এর তুলনায় Jio কি দিচ্ছে?

রিলায়েন্স জিও তার 296 টাকার প্ল্যানে 30 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। প্ল্যানে ইন্টারনেট ব্যবহার করার জন্য দৈনিক সীমা ছাড়াই 25 জিবি ডেটা দেওয়া হচ্ছে। প্ল্যানে, আপনি প্রতিদিন 100 ফ্রি SMS সহ আনলিমিটেড কলিংও পাবেন। প্ল্যানে পাওয়া অতিরিক্ত সুবিধার মধ্যে Jio অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo