itel A48 ভারতে লঞ্চ, ডুয়াল রিয়ার ক্যামেরার এই ফোনের দাম 6,399 টাকা

HIGHLIGHTS

itel ভারতে তার নতুন Reloaded All Rounder স্মার্টফোন itel A48 লঞ্চ করেছে

Jio ইউজারদের 4,000 টাকার অতিরিক্ত সুবিধাও অফার করছে itel

itel A48 ফোনের দাম 6,399 টাকা রাখা হয়েছে

itel A48 ভারতে লঞ্চ, ডুয়াল রিয়ার ক্যামেরার এই ফোনের দাম 6,399 টাকা

itel ভারতে তার নতুন Reloaded All Rounder স্মার্টফোন itel A48 লঞ্চ করেছে। কোম্পানির এই ফোনটি দেশের সবচেয়ে সস্তা স্মার্টফোন যা 2GB র‍্যাম এবং ওয়াটারড্রপ ডিসপ্লে ডিজাইনের সাথে আসে। কোম্পানি A48 ফোনের দাম 6,399 টাকা রাখা হয়েছে এবং আজ থেকে এই ফোনের বিক্রি শুরু হয় গিয়েছে। আপনি যদি ফোন কিনে জিও এক্সক্লুসিভ অফারের জন্য এনরোল করেন, তবে আপনি 512 টাকার ইনস্ট্যান্ট প্রাইস সাপোর্ট পাবেন। এছাড়াও, এর সঙ্গে কোম্পানি Jio ইউজারদের 4,000 টাকার অতিরিক্ত সুবিধাও অফার করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

itel A48 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন

ফোনে 720×1560 পিক্সেল রেজোলিউশনের সাথে 6.1 ইঞ্চি এইচডি+ IPS ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এই ফোনে 19.5: 9 আসপেক্ট রেশিওর সাথে আসে। 2 জিবি RAM এবং 32 জিবি ইন্টারনাল স্টোরেজ এর সাথে এই ফোনে 1.4Ghz কোয়াড-কোর প্রসেসর রয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে রয়েছে 5 মেগাপিক্সেলের ডুয়াল অটোফোকাস ক্যামেরা। সেলফি তোলার জন্য, ফোনে AI Beauty মোডের সঙ্গে ফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ডুয়াল সিম স্লট এবং 128GB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সাপোর্ট সহ এই ফোনে 3000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ওএসের কথা বললে, এই ফোনে অ্যান্ড্রয়েড 10 গো এডিশনে কাজ করে। ফেস আনলক এবং মাল্টি-ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ এই ফোনটি গ্রেডিয়েন্ট গ্রিন, গ্রেডিয়েন্ট পার্পল এবং গ্রেডিয়েন্ট ব্ল্যাক কালারের অপশনে আসে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo