7000mAh বিশাল ব্যাটারি সহ Tecno লঞ্চ করল বাজেট গেমিং স্মার্টফোন, কম দামে দুর্দান্ত ফিচার

HIGHLIGHTS

Tecno Pova 2 ফোনে রয়েছে 7000mAh এর বড় ব্যাটারি

5 জুন থেকে এই ফোন প্রি-অর্ডার করা যাবে Tecno Pova 2

Tecno Pova 2 একটি বাজেট গেমিং স্মার্টফোন যার দাম প্রায় 12,000 টাকার কাছাকাছি

7000mAh বিশাল ব্যাটারি সহ Tecno লঞ্চ করল বাজেট গেমিং স্মার্টফোন, কম দামে দুর্দান্ত ফিচার

Tecno Pova 2 স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছে। এটি একটি বাজেট গেমিং স্মার্টফোন যার দাম প্রায় 12,000 টাকার কাছাকাছি। ফোনে রয়েছে 7000mAh এর বড় ব্যাটারি। 5 জুন থেকে এই ফোন প্রি-অর্ডার করা যাবে। তবে ফোনের বিক্রি 11 জুন থেকে শুরু হবে। বলে দি যে এই ফোন আপাতত ফিলিপিন্স মার্কেটে লঞ্চ করা হয়েছে। ভারতে এই ফোন কবে লঞ্চ করা হবে সে সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই ফোনের ফিচার্স কী কী।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Tecno Pova 2 এর ফিচার:

এই ফোনে রয়েছে 6.9 ইঞ্চি ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন 1080। ফোনের আসপেক্ট রেশিও 20.5: 9। ফোনের প্রিডেসেসর এর তুলনায় এটি একটি বড় আপডেট কারণ ওতে 6.8 ইঞ্চি ডিসপ্লের সঙ্গে 720 পিক্সেল দেওয়া হয়েছিল। ফোনের টাচ স্যাম্পলিং রেট 180Hz যা ভাল রেস্পন্স টাইম দেয়। এই ফোন শক্তিশালি হেলিও G85 চিপসেটের সাথে আসে যা 12nm চিবসেট অফার করে। ফোনে দুটি কর্টেক্স-A75 কোর্স রয়েছে। এছাড়াও এতে মালি G52 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।

ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যেতে পারে। এই ফোনটি Android 11 এ কাজ করে যা HiOS 7.6 এর উপর ভিত্তি করে। ফোনটিতে ET Game Engine এবং Game Space 2.0  দেওয়া হয়েছে। এর ডিজাইনটি Mobile Legends: Bang Bang MOBA গেমটি মাথায় রেখে তৈরি করা হয়েছে।

ফোনে 7000mAh বিশাল বড় ব্যাটারি রয়েছে যা 18W চার্জিং সপোর্ট করে। Tecno Pova 2 ফোনে একটি USB টাইপ-C পোর্ট রয়েছে। এটি ডুয়াল সিম স্মার্টফোন যা 4G VoLTE, ব্লুটুথ 5.0 এবং FM রেডিওর মতো কানেক্টিভিটি ফিচার সপোর্ট করে। ফোনে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের। দ্বিতীয়টি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, তৃতীয়টি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং চতুর্থ 2 মেগাপিক্সেলের AI সেন্সর। সেলফি তোলার জন্য ফোনে একটি 8-মেগাপিক্সেল সেন্সর রয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo