HIGHLIGHTS
অক্টোবর মাসে ভিয়েতনামে প্রথমবার Vivo Y11 এসেছিল
Vivo Y11 ফোনটিতে আছে 6.39 ইঞ্চির HD+ LCD স্ক্রিন
আর এই ফোনের 3GB/32GB র দাম 8,990 টাকা রাখা হয়েছে
ভারতে ভিভোতাদের নতুন ফোন Vivo Y11 লঞ্চ করেছে। আর এই ফোনটি অফলাইন আর অনলাইনে কেনা যাচ্ছে। Vivo Y11 ফোনটি প্রথমে অক্টোবর মাসে ভিয়েতনামে দেখাগেছিল। আর এই ফোনটি এবার ভারতে এসেছে। আর এই ফোনটি ওয়াটারড্রপ নচের সঙ্গে এসেছে আর সঙ্গে আছে ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা।
SurveyVivo Y11 ফোনটিতে আছে 6.35 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে আর এই ফোনে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে। আর এই ফোনে আছে 12nm অক্টা কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 439 SoC। আর এর সঙ্গে এই ফোনে 3GB র্যাম আর 32GB স্টোরেজ দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই । আর ফোনে রেয়ারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে।
আর অন্য দিকে এই ফোনের মানে Vivo Y11 ডুয়াল রেয়ার ক্যামেরার ফোন যা 13MP+2MP র ক্যামেরা দেবে। আর এর সঙ্গে এই ফোনের ফ্রন্টে একটি 8MP র ক্যামেরা পাওয়া যাবে। আর এই সঙ্গে ফোনে আছে PDAF, প্লাম ক্যাপচার, ভয়েস কন্ট্রোল, টাইম ল্যাপস, স্লো লাইভ ফটো বা HDR য়ের মতন অপশান।
Vivo Y11 ফোনে আপনারা পাবেন 5000mAh য়ের ব্যাটারি। আর এর সঙ্গে এতে আছে 4G LTE, Wi-Fi, ব্লুটুথ v4.0, GPS/ A-GPS,মাইক্রো USB, USB OTG,আর একটি 3.5mm হেডফোন জ্যাক।
Vivo Y11 য়ের দাম 8,990 টাকা আর এটি এর 3GB র্যাম আর 32GB স্টোরেজের দাম,। আর এর সঙ্গে এই ফোনটি অ্যামাজন, পেটিএম, ভিভো ইন্ডিয়ার অফিসিয়াল স্টোরে, টাটা ক্লিক, বাজাজ EMI ই স্টোরে 25 ডিসেম্বর থেকে কেনা যাচ্ছে। আর এর সঙ্গে এটি 28 ডিসেম্বর ফ্লিপকার্টে কেনা যাবে। আর এই ফোনটি দুটি রঙে এসেছে।