BSNL য়ের 777 টাকার ব্রডব্যান্ড প্ল্যান 50 MBPS স্পিড আর 500GB ডাটা দিচ্ছে

HIGHLIGHTS

এই BSNL প্ল্যান 777 টাকার

এই ব্রডব্যান্ড প্ল্যানে 50Mbps স্পিডে 500Gb ডাটা পাওয়া যাচ্ছে

এই অফার 6 মাসের জন্য এর পরে এর দাম 999 টাকা হওয়ার সম্ভাবনা আছে

BSNL য়ের 777 টাকার ব্রডব্যান্ড প্ল্যান 50 MBPS স্পিড আর 500GB ডাটা দিচ্ছে

BSNL একের পরে এক দারুন সব অফার নিয়ে আসছে এখন। আর এর মধ্য একোম্পানি তাদের 1,999 টাকার মোবাইল প্রিপেড প্ল্যান রিভিউ করেছে আর এখন এটি 777 টাকায় পাওয়া যাচ্ছে। টেলিকমটক অনুসারে 777 টাকার ব্রডব্যান্ড প্ল্যান 500GB পর্যন্ত ডাতা প্রতি মাসে 50Mbps স্পিডে দেবে। আর এর সঙ্গে রিপোর্ট অনুসারে এটি হয়ত শুধুমাত্র নতুন BSNL গ্রাহকদের জন্য দেওয়া হচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা BSNL য়ের ওয়েবসাইটে দেখেছি যে 777টাকার প্ল্যান ভারত ফাইবার ব্রডব্যান্ড কন্সিউমারদের জন্য। আর এর সঙ্গে লিস্টিং অনুসারে এই প্ল্যানের আনলিমিটেড প্ল্যানে 50Mbps স্পিডের 500GB ডাতা দেওয়া হবে। আর এর সঙ্গে এও বলা হয়েছে যে এই প্ল্যানে আপনারা সারা দেশের জন্য আনলিমিটেড কলিং পাবেন। আর এর সঙ্গে আতে 2mbps স্পিডের নেট পাওয়া যাবে লিমিট শেষ হলে। আর রিপোর্ট অনুসারে এই প্ল্যানটি সম্ভত ছয় মাসের জন্য পাওয়া যাচ্ছে আর এর পরে এটি 999 টাকার প্ল্যান আর 600GB CUL ব্রডব্যান্ড প্ল্যান হবে। আর এর সঙ্গে একটি বেশি দামের BSNL ব্রডব্যান্ড প্ল্যান আছে যা 80mbps পর্যন্ত স্পিড 600Gb ডাটা অফার করে।

এই 777 টাকার প্ল্যানটি এখন উত্তর প্রদেশ পূর্ব, পশ্চিম আর হরিয়ানাতে পাওয়া যাচ্ছে। আমরা BSNL সাইটে গিয়ে এই বিষয়ে ডিটেল জানার জন্য বলব।

আর এর সঙ্গে ওপরে এও বলা হয়েছে যা 1,999 টাকার প্ল্যান আছে। আর এই নতুন প্ল্যানে 250 মিনিটের কল আর 3GB ডেলি ডাতা এক বছরের জন্য পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে 3GB হাই স্পিড ডাআটা শেষ হলে তা 80kbps হবে আর মাঝ রাতের পরে তা আবার রিসেট হবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo