HIGHLIGHTS
এবার BSNL য়ের 1098 টাকার প্ল্যানে বৈধতার সময় কমল
এবার কম ডাটা পাওয়া যাবে
BSNL এবার তাদের 1098 টাকার প্রিপেড প্ল্যান রিভাইজ করেছে। আর এই প্ল্যানে আপনারা কিছু পরিবর্তন পাবেন। আর এটি আপাতত কিছু সার্কেলে রিভাইজ করা হয়েছে। আর এই প্ল্যানে গ্রাহকরা এত দিন 84 দিনের বৈধতা পেতেন আর এবার তারা এটি 75 দিনের বৈধতা পাবেন। মানে এর বৈধতার সময় কিছুটা কমেছে।
Surveyএই 1098 টাকার প্রিপেড BSNL প্ল্যানে আপনারা আনলিমিটেড কলের সুবিধা পাবেন। আর এর সঙ্গে প্ল্যানে আপনারা 375 GB ডাটা পাবেন আর এয়ি শেষ হলে BSNL গ্রাহকরা 40Kbps স্পিডের ডাটা পাবেন। আর এর সঙ্গে এখানে প্রতিদিন 100 টি ফ্রি SMS পাবেন।
আর এই প্ল্যানের মানে এই রিভাইজড প্ল্যানটি BSNL ওয়েবসাইটে দেখা গেছে। আর রিভাইজ প্ল্যানটি হরিয়ানা, বিহার আর কর্নাটকে লাইভ হয়েছে।