445 দিনের বৈধতার সঙ্গে এল BSNL য়ের এই প্রিপেড প্ল্যান

HIGHLIGHTS

445 দিনের প্ল্যান আনল BSNL

1,699 টাকা দামের প্ল্যান

এটি আগে 365 দিনের প্ল্যান ছিল

445 দিনের বৈধতার সঙ্গে এল BSNL য়ের এই প্রিপেড প্ল্যান

BSNL য়ের নতুন প্ল্যান গুলি তাদের একাধিক গ্রাহকদের লাভবান করছে। এবার BSNL নতুন নতুন কিছু প্ল্যান নিয়ে আসছে।বা তাদের আগের প্ল্যানে কিছু পরিবর্তন করছে। আর এই জন্য BSNL নতুন সাবস্ক্রাইবারও পাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এবার কোম্পানি তাদের 1,699 টাকার প্ল্যানে পরিবর্তন করেছে। এটি এর আগেই একটি লং টার্ম প্ল্যান ছিল। এর বৈধতা 365 দিনের থেকে বারিয়ে আনলিমিটেড পিরিয়েডের জন্য এক্সটেন্ড করা হয়েছে। আর বলা হচ্ছে যে এটি BSNL য়ের একটি প্রোমোশানাল অফার। আর টেলিকমটকের রিপোর্টও এই রকম কথাই বলছে।

BSNL য়ের 1,699 টাকার প্ল্যান

এই নতুন প্রোমশানাল প্ল্যানটি 1,699 টাকার লং টার্ম প্রিপেড প্ল্যান হিসাবে এসেছে। আর এই প্ল্যানটির বৈধতা যদি দেখি তবে এটি 365 দিনের বৈধতার সঙ্গে পাওয়া যেত। আর এবার BSNL জানিয়েছে যে এই প্ল্যানটির সাবস্ক্রাইবাররা আরও 90 দিনের বেশি বৈধতা পাবে।

এর মানে এই যে এবার এই BSNL প্রিপেড প্ল্যানটি 365+90 মানে মোট 455 দিনের বৈধতা পাচ্ছে। আর এই প্রোমোশানাল অফারটি 14 আগস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

এই 1,699 টাকার প্রিপেড প্ল্যানে কি পাওয়া যাবে

আমরা যদি এই প্ল্যানটি দেখি তবে এই প্ল্যানে আপনারা 2GB ফ্রি ডাটা পাচ্ছেন আর এর সঙ্গে এতে লোকাল আর STD ফ্রি কলের সুবিধাও আছে আর এর সঙ্গে এই 1,699 টাকার প্ল্যানে 100টি SMS য়ের সুবিধাও আছে। আর এর মানে এই যে এই প্ল্যানে যে কোন BSNL গ্রাহকদের কাছে একটি ভাল প্ল্যান হিসাবে এসেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo