345 দিনের বৈধতা যুক্ত 1,188 টাকার BSNL প্ল্যান এসেছে

HIGHLIGHTS

প্ল্যানটি 345 দিনের জন্য বৈধ

1,188 টাকার প্ল্যান

345 দিনের বৈধতা যুক্ত 1,188 টাকার BSNL প্ল্যান এসেছে

BSNL সম্প্রতি তাদের 1,399 টাকা আর 1,001 টাকার লং টার্ম প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে যা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা সার্কেলে আছে আর কোম্পানি 1,188 টাকার Marutham প্রিপেড ভাউচার এনেছে। Marutham প্ল্যানের বৈধতা অনেক দিনের হলেও এর সুবিধা খুবই সামান্য। BSNL য়ের এই 1,188 টাকার 345 দিনের প্ল্যানে শুধু 5GB ডাটা পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

1,188 টাকা দামের Marutham প্ল্যান

যেমনটা বলা হয়েছে যে BSNL য়ের Marutham প্ল্যানটি 345 দিনের জন্য বৈধ আর টেলিকম টকের রিপোর্ট অনুসজারে এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল আছে। আর Marutham প্ল্যানে 5GB ডাটা দেওয়া হয় যা 2GB/3GB ডাটা অফার করে। আর আপনি যেখানে আছেন সেখানে BSNL য়ের 4G প্ল্যান থাকলে 4G ডাটাও পাবেন। আর এই প্ল্যানে মোট 1200 টি SMS পাওয়া যাচ্ছে।

BSNL য়ের 1,399 টাকা আর 1,001 টাকার প্ল্যান

BSNL য়ের 1,399 টাকার প্ল্যানটি 270 দিনের জন্য বৈধ। আর এই প্ল্যানে আপনারা আনলিমিটেড কলের সঙ্গে কোন FUP লিমিট পাবেন না। আর এই প্ল্যান দিল্লি আর মুম্বাই সার্কেলে নেই। আর গ্রাহকরা এতে প্রতিদিন 50টি SMS আর 1.5GB 3G ডাটা পাবে। আর এর মানে এই যে গ্রাহকরা 405GB পর্যন্ত ডাটা ডাউনলোড করতে পারবে।

আর কোম্পানির দ্বিতীয় 1,001 টাকার প্ল্যানে আনলিমিটেড লোকাল আর ন্যাশ্যানাল কল আর SMS আছে। আর এই প্ল্যানে আপনারা মোট বৈধতায় 9GB ডাটা পাচ্ছেন আর এতে গ্রাহকরা মোট 750 টি ন্যাশানাল আর লোকাল SMS পাচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo