BSNL 365 দিনের বৈধতা যুক্ত একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে

HIGHLIGHTS

এই BSNL প্ল্যানের দাম 1,345 টাকা

এই প্ল্যানটি 365 দিনের জন্য বৈধ

BSNL 365 দিনের বৈধতা যুক্ত একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে

ভারত সঞ্চার নিগম লিমিটেড এবার নতুন একটি প্ল্যান নিয়ে এসেছে। বিগত বেশ কিছু সময় ধরেই কোম্পানি একের পরে এক প্ল্যান নিয়ে আসছে আর এর মধ্যে তাদের প্রতিদিনের ডাটার সঙ্গে এক্সট্রা 2.21GB ডাটার অভিনন্দন 151 টাকার প্ল্যান , নতুন ব্রডব্যান্ড প্ল্যান ফ্রি হটস্টার সাবস্ক্রিপশান সব কিছু আছে। আর এবার কোম্পানি একটি নতুন ডাটা STV প্ল্যান নিয়ে এসেছে আর এর দাম 1,345 টাকা।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL য়ের নতুন STV 1345 প্ল্যান

STV 1345 য়ের বেনিফিটের বিষয়ে যদি বলি তবে BSNL য়ের হাই এন্ড STV এটি। আর এই 1,345 টাকার রিচার্জ প্ল্যানে ইউজার্সরা এক বছরের জন্য এর বেনিফিট পাবেন। আর BSNL য়ের 1,345 টাকাতে প্রতিদিন 1.5GB ডাটা, আর এক্সট্রা 10GB ডাটা আছে আর এই প্ল্যানের বৈধতা 365 দিন। আর এটি একটি ডাটা প্ল্যান আর এই জন্য ইউজার্সরা এই প্ল্যানে কল , SMS য়ের সুবিধা পাবেন না। আর টেলিকম টকের রিপোর্ট অনুসারে BSNL য়ের এই প্ল্যান 9 সেপ্টেম্বর 2019 য়ের মধ্যে আসবে, কারন এটি কোম্পানির একটি প্রোমোশানাল অফার। এই অফারটি কোম্পানির প্রিপেড ইউজার্সদের জন্য।

অভিনন্দন 151 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান

আপনাদের জানিয়ে রাখি যে টেলিকম টক সবার আগে এই 151 টাকার প্রিপেড রিচার্জ প্ল্যানের বিষয়ে জানা গেছিল আর এর পরে এই বিষয়টি Gadgets 360 নিশ্চিত করেছে। আর এই প্ল্যানটি শুধু 24 দিনের জন্য বৈধ না এটি 180 দিনের জন্য বৈধ।

BSNL অভিনন্দন 151 টাকার প্ল্যানের সঙ্গে সব নেটওয়ার্কে আনলিমিটেড STD আর রোমিং কলের সুবিধা আসবে। আর এই প্ল্যানে কলিং বেনিফিটের সঙ্গে দিল্লি আর মুম্বাই সার্কেলের ইউজার্সরাও পাবেন। আর এর সঙ্গে প্রতিদিন 1GB ডাটাও দেওয়া হচ্ছে আর আছে প্রতিদিনের 100 টি SMS য়ের বিষয়।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo