নতুন একটি সস্তার প্ল্যান আনল ভোডাফোন

HIGHLIGHTS

প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ

প্রতিদিন 2GB ডাটা পাওয়া যাবে

16 টাকার একটি প্ল্যানও এসেছে

নতুন একটি সস্তার প্ল্যান আনল ভোডাফোন

ভোডাফোনও প্রতিদিন তার প্রতিযোগীদের মতন নিজেদের গ্রাহক নিজদের কাছে রাখার জন্য আর নতুন করে গ্রাহক আনারা জন্য প্রায়ই কোন না কোন প্ল্যান নিয়ে আসছে। আর এবার কোম্পানি একটি 229 টাকা দামের প্ল্যান এনেছে। আর এই নতুন প্রিপেড প্ল্যানে কল বেনিফিট আছে। টেলিকম টকের একটি রিপোর্ট অনুসারে এই প্ল্যানে ইউজার্সরা প্রতিদিন 2GB ডাটা, আনলিমিটেড লোকাল STD আর রোমিং কলের সুবিধা পাবেন। আর এর সঙ্গে এই প্ল্যানটি 28 দিনের জন্য বৈধ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভোডাফোনের 229 টাকার প্ল্যান

এই229 টাকার প্ল্যানে কোম্পানি প্রিতিদিন 100 টি SMS আর ফ্রি কলের সুবিধা দিচ্ছে। আর এই প্ল্যানে ইউজার্সরা ভোডাফোন প্লে অ্যাপ লাইভ টিভি, সিনেমা ইত্যাদির সুযোগ পাবেন। আর এই 229 টাকার প্ল্যানে ইউজার্সরা 225 টাকার প্ল্যানের মতন সব পাবেন।

আর এর মধ্যে কোম্পানি 20 টাকার মধ্যেও একটি প্ল্যান এনেছে। এখানে তারা 16 টাকার একটি প্ল্যান এনেছে যা 1GB 3G আর 4G ডাটা দিচ্ছে। আর এই প্ল্যানে ইউজার্সরা সিনেমা দেখতে পছন্দ করলে তাদের জন্য এসেছে। এই প্ল্যানে SMS বেনিফিট নেই। আর এই প্ল্যানটি 24 ঘন্টার জন্য বৈধ।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo