YOU ব্রডব্যান্ড 944 টাকায় 100 MBPS স্পিড অফার করছে

HIGHLIGHTS

চারটি 100 Mbps স্পিডের প্ল্যান

হায়দ্রাবাদে এই প্ল্যান পাওয়া যাচ্ছে

You ব্রডব্যান্ড বেশ কিছু শহরে পরিষেবা দেয়

YOU ব্রডব্যান্ড 944 টাকায় 100 MBPS স্পিড অফার করছে

রিলায়েন্স জিও গিগা ফাইবার অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে ব্রডব্যান্ড সেক্টারে হৈচৈ পরে গেছে আর সব কোম্পানি গুলি আনলিমিটেড ডাটা, হাই স্পিড আর অন্যান্য ফিচার নিয়ে নিজেদের প্ল্যান নিয়ে এসেছে। আর এই পরিষেবা এয়ারটেল, BSNL আর ACT ফাইবারনেট ইত্যাদি আছে আর এবার Your ব্রডব্যান্ডও পিছিয়ে নেই। তারাও বেশ কিছু বড় শহরে এসেছে এর মধ্যে হায়াদ্রাবাদ, মুম্বাই, আহমেদাবাদ, নাগপুর, বালাসোর, বাপি ইত্যাদি আছে। আর হায়দ্রাবাদ রিজেনে কোম্পানি 100Mbos প্ল্যান নিয়ে এসেছে যা আনলিমিটেড ডাটার সঙ্গে এসেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

হাই স্পিড ব্রডব্যান্ড প্ল্যানের ক্ষেত্রে হায়াদ্রাবাদে কোম্পানি 100Mbps স্পিডে 4টি প্ল্যান এনেছে যা 30 দিনের বৈধতার সঙ্গে এসেছে আর 100 Mbps স্পিড অফার করে আর এই ব্রডব্যান্ড প্ল্যানের দাম 944 টাকা। আর এই প্ল্যানে আনলিমিটেড ডাটা আছে আর ইউজার্সরা তাই ডাটা FUP লিমিট শেষ হলে সমস্যায় পরতে হবে না।

এছাড়া ইউ ব্রডব্যান্ড 90,180 আর 360 দিনের প্ল্যান নিয়ে এসেছে। আর এই প্ল্যানে 90 দিনের প্ল্যান আছে যা 100Mbps স্পিড অফার করে আর এর দাম 2,744 টাকা। আর এছাড়া 100Mbps স্পিডের 5,133 টাকার প্ল্যানের বৈধতা 360 দিনের আর 9,558 টাকার প্ল্যানেও 100Mbps স্পিড পাওয়া যাবে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo