নিজের AIRTEL, VODAFONE, IDEA নেটওয়ার্কে কি করে DND পরিষেবা অ্যাক্টিভেট করেন

HIGHLIGHTS

ওয়েব সাইট থেকে অ্যাক্টিভেট করা যাবে

কলের মাধ্যমে DND অ্যাক্টিভেট করা যাবে’

SMS য়ের মাধ্যমেও এই পরিষেবা অ্যাক্টিভেট করা যাবে

নিজের AIRTEL, VODAFONE, IDEA নেটওয়ার্কে কি করে DND পরিষেবা অ্যাক্টিভেট করেন

যদি আপনারা আনলিমিটেড প্রোমোশানাল কল আর SMS থেকে বিরক্ত হয়ে থাকেন আর চান যে এই ধরনের মেসেজ কখনও আপনাদের কাছে না আসে তবে আজকে আমরা এই নিয়ে আপনাদের একটি সহজ উপায় বলব যেখানে আপনারা এই কল আর SMS বন্ধ করতে পারবেন। আর নিজের নম্বরে DND পরিষেবা অ্যাক্টিভেট করতে পারবেন , এর জন্য অবশ্য তেমন বেশি কিছু করতে হবে না। খুব সহজ স্টেপের মাধ্যমে এরকম করা যাবে, আর এর পরে আপনারা কোন প্রোমোশানাল কল আর SMS পাবেন না। আর আসুন এবার আমরা আপনাদের বলি যে কি করে আলাদা আলাদা নেটওয়ার্কে এই DND অ্যাক্টিভেট করা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এয়ারটেল গ্রাহকরা এভাবে DND পরিষেবা অ্যাক্টিভেট করুন

  • এর জন্য আপনাদের প্রথমে এয়ারটেলের DND পেজে যেতে হবে,
  • এবার এখানে আপনাদের এড এয়ারটেল মোবাইল পরিষেবা বটনে ক্লিক করতে হবে।
  • আর এবার এখানে নিজের মোবাইল নম্বর দিতে হবে।
  • আর আপনারা একটি OTP পাবেন ।
  • আর এই OTP নিজের নম্বরে দিতে হবে,
  • আর এখানে তা রেজিস্টার্ড করতে হবে আর এখানে এর পরে আপনাদের সিলেক্ট অলে ক্লিক করে তা সাবমিট বটন প্রেস করতে হবে।

ভোডাফোন গ্রাহকরা কি করে DND পরিষেবা অ্যাক্টিভেট করবেন

  • এর জন্য সবার আগে Vodafone য়ের DND পেজে যেতে হবে।
  • এর পরে আপনাদের এখানে দরকারি ডিটেল মানে, নিজের ফোন নাম্বার, নাম, ইমেল আইডি ইত্যাদি দিতে হবে।
  • আর এখানে ফুল DND অপশান বাছতে হবে আর সেখানে YES বটনে প্রেস করতে হবে।
  • আর এবার এখানে দেখানো কোড দিতে হবে আর এর পরে সাবমিট বটন প্রেস করতে হবে।

JIO গ্রাহকরা কি করে DND পরিষেবা অ্যাক্টিভেট করবেন

  • আপনি যদি JIO গ্রাহক হন তবে এর জন্য আপনার ফোনে মাইজিও অ্যাপে যেতে হবে।
  • আর এর পরে আপনার হ্যামবার্গ আইকনে ক্লিক করতে হবে।
  • এখানে আপনারা মেনু সেটিং পাবেন।
  • আর এখানে DND বাছতে হবে। আর এর পরে ফুল DND তে ক্লিক করতে হবে,
  • আর এখানে শেষে আপনাদের এটি সাবমিট করতে হবে যে আপনারা DND চান।
  • আর এবার এর পরে আপনার নম্বরে DND অ্যাক্টিভেট হয়ে যাবে।

SMS বা কলের মাধ্যমে কি করে DND অ্যাক্টিভেট করবেন

আপনারা যদি SMS বা কলের মাধ্যমে নিজেদের নম্বরে DND পরিষেবা অ্যাক্টিভেট করতে চান তবে আপনাদের বলে রাখি যে তা খুব সহজেই করা যাবে। এর জন্য আপনাদের নীচে দেওয়া কিছু স্টেপ ফলো করতে হবে,

নিজের ফোন থেকে 1909 ডায়াল করুন, আর এখানে IVR ফলো করে নিজের নম্বরে DND পরিষেবা অ্যাক্টিভেট করুন।

আর SMS য়ের মাধ্যমে যদি এই পরিষেবা অ্যাক্টিভটে করতে চান তবে এর জন্য আপনাদের একটি SMS DND FORMA ফলো করে নিজে ফোন থেকে কোম্পানির নাম্বারেSMS করতে হবে। আর এর জন্য নিজের নম্বর থেকে Star 0 টাইপ করে 1909 য়ে পাঠাতে হবে।  

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo