BHARTI AIRTEL য়ের পোস্টপেড প্ল্যানের বিষয়ে জানুন

HIGHLIGHTS

399 টাকা থেকে 1,199 টাকার মধ্য প্ল্যান আছে

কিছু প্ল্যানে অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশান অফার করছে

BHARTI AIRTEL য়ের পোস্টপেড প্ল্যানের বিষয়ে জানুন

ভারতীয় এয়ারটেল তাদের গ্রাহকদের কাছে বেশ কিছু পোস্টপেড প্ল্যান এনেছে। আর এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইট এয়ারটেল ডট ইন অনুসারে কোম্পানি 399 টাকা আর 1,199 টাকার মধ্যে বেশ কিছু মান্থলি প্ল্যান অফার করেছে। আর এই প্ল্যানে কোম্পানি আনলিমিটেড কল আর ডাটার সঙ্গে অ্যামাজন প্রাইম ভিডিও আর নেটফ্লিক্সের সাবস্ক্রিপশান অফার করছে। আর রিয়ালেয়ন্স জিও বাজারে আশার পরে টেলিকম কোম্পানি গুলির মধ্যে বড় রকমর যুদ্ধ বেঁধেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AIRTEL য়ের 399 টাকার পোস্টপেড প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড কলিং, প্রতি মাসে 40 GB 3G/4G ডাটার সুবিধা পাচ্ছেন আর রোলওভার ফেসিলিটিও আছে। আর এর মানে এই যে ইউজাররা বেঁচে যাওয়া ডাটা পরের মাসের বিলিং সাইকেলে অ্যাড করতে পারবেন। আর এছাড়া ইউজাররা এয়ারটেল টিভি আর অ্যামাজন প্রাইমের অ্যানুয়াল ফ্রি সাবস্ক্রিপশান পাবেন।

AIRTEL য়ের 499 টাকার পোস্টপেড প্ল্যান

এয়ারটেল 499 টাকার পোস্টপেড প্ল্যানে আনলিমিটেড কল আর প্রতি মাসে 75 GB 3G/4G  ডাটা পাচ্ছেন আর এটিঅপ ডাটা রোল ওভার ফেসিলিটি যুক্ত। আর এছাড়া ইউজাররা এয়ারটেল টিভির ফ্রি সাবস্ক্রিপশান। তিন মাসের জন্য নেটফ্লিক্স ফ্রি সাবস্ক্রিপশান আর এক বছরের জন্য অ্যামাজন প্রাইমের ফ্রি সাবস্ক্রিপশান পাচ্ছেন। আর এই প্ল্যানে হ্যান্ডসেট প্রোটেকশানও আছে।

AIRTEL য়ের 649 টাকার প্ল্যান

এই প্ল্যানে এয়ারটেল ইউজাররা আনলিমিটেড কলিং আর প্রতি মাসে  90 GB 3G/4G  ডাটা পাচ্ছেন আর সঙ্গে ডাটা রোল ওভারের সুবিধাও আছে। এয়ারটেল টিভি, তিন মাসের জন্য নেটফ্লিক্স আর এক বছরের জন্য অ্যামাজন প্রাইম ভিডিও ফ্রি সাবস্ক্রিপশান পাচ্ছেন। আর প্ল্যানে ফ্রি অ্যাড অন কানেকশান আর হ্যান্ডসেট প্রোটেকশান আছে।

AIRTEL য়ের 799 টাকার পোস্টপেড প্ল্যান

এই প্ল্যানে এয়ারটেল ইউজাররা প্রতিদিন কল আর প্রতি মাসে 100 GB 3G/4G ডাটা পাওয়া যাচ্ছে। আর এর সঙ্গে আছে ডাটা রোল ওভারের ফেসিলিটি। আর 799 টাকার প্ল্যানে ইউজাররা এয়ারটেল টিভি সাবস্ক্রিপশান, তিন মাসের নেটফ্লিক্স আর এক বছরের অ্যামাজন প্রাইম ভিডিওর সাবস্ক্রিপশান পাচ্ছেন। আর এছাড়া কোম্পানি এখানে ফ্রি অ্যাড অন কানেকশান আর হ্যান্ডসেট প্রোটেকশান দিচ্ছে।

AIRTEL য়ের 1,199 টাকার প্ল্যান

এয়ারটেলের এই প্ল্যানে ইউজাররা ফ্রি কলিং আর প্রতি মাসে 120 GB 3G/4G ডাটা পাচ্ছেন। আর এই প্ল্যানে ডাটা রোল ওভার আছে। আর এই প্ল্যানে ইউজাররা এয়ারটেল টিভি ফ্রি সাবস্ক্রিপশান পাচ্ছেন আর সঙ্গে তিন মাসের নেটফ্লিক্সের আর এক বছরের অ্যামাজন প্রাইম ভিডিও ফ্রি সাবস্ক্রিপশান পাচ্ছেন।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo