VODAFONE নতুন 999 টাকার রিচার্জ প্ল্যান জানেন!

HIGHLIGHTS

এক বছরের বৈধতা যুক্ত

সব মিলিয়ে মোট 12GB ডাটা পাওয়া যাচ্ছে

কলিং আর SMS য়ের সুবিধা আছে

VODAFONE নতুন 999 টাকার রিচার্জ প্ল্যান জানেন!

টেলিকম কোম্পানি ভোডাফোন ভারতে তাদের প্রিপেড ইউজার্সদের জন্য 999 টাকার রিচার্জ নিয়ে এসসেছে। এই নতুন প্ল্যানে ইউজার্সরা এক বছরের বৈধতা পাচ্ছে আর প্ল্যানটি আনলিমিটেড কলিং আর 12GB 4G বা 3G ডাটার সুবিধা দিচ্ছে। আর এছাড়া ফ্রি কলিংয়ের সঙ্গে ফ্রি রোমিংয়ের সুবিধা আছে। কলের সঙ্গে ইউজার্সরা ফ্রি SMS য়ের সুবিধা পাচ্ছেন। আর এই প্ল্যানটি 365 দিনের জন্য বৈধ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আপনাদের বলে রাখি যে এই প্ল্যানে অন্য টকটাইম বেনিফিট নেই। এয়ারটেলেরও এই ক্ষেত্রে একটি প্ল্যান আছে যা 998 টাকার প্রিপেড প্ল্যান।

এই প্ল্যানে সব মিলিয়ে ইউজাররা 12GB ডাটা পাচ্ছেন আর যা সেই সব ইউজারদের জন্য একটি দারুন ব্যাপার যারা বেশি ইন্টারনেট ব্যাবহার করেন। আর যারা অনলাইন গেমিং বা ভিডিও সার্ফিং করেন তাদের জন্য এটি একটি দারুন প্ল্যান। আর যদি কলিংয়ের বাৎসরিক রিচার্জ প্ল্যান অ্যাক্টিভেন্ট করতে চান তবে এটি দেখতে পারেন।

রিপোর্ট অনুসারে এই প্ল্যান পাঞ্জাব সার্কেলে মান্য আর কিছু দিনের মধ্যে অন্য সার্কেলেও চলে আসতে পারে। সম্প্রতি কোম্পানি 16টাকার ‘Filmy Rechrage’ প্ল্যান লঞ্চ করেছিল এটি তাদের জন্য যারা সস্তায় এক দিনের ইন্টারনেট ব্যাবহার করতে চান।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo