Realme 2 Pro র দাম কমেছে, এবার 12,990 টাকায় কেনা যাচ্ছে

HIGHLIGHTS

Realme 2 Pro ফোনটি কোম্পানি তিনটি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে আর এই ডিভাইসটির তিনটি ভেরিয়েন্টইক 1000 টাকা দাম কমেছে আর এটি ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে

Realme 2 Pro র দাম কমেছে, এবার 12,990 টাকায় কেনা যাচ্ছে

এই মাসের প্রথম দিকে Relame তাদের Relame U1 ফোনটির দাম কমিয়েছিল আর এবার কোম্পানি Realem 2 Pro ফোনটির দাম কমিয়েছে। Realme 2 Pro ফোনটির সব ভেরিয়েন্টের দাম 1,000 টাকা দাম কমেছে। এই স্মার্টফোনটির বৈশিষ্ট্য এর ওয়াটার ড্রপ নচ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Relme 2 Pro ফোনের দাম

Realme 2 Pro ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 4GB/64GB, 6GB/64GB আর 8GB/128GB র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্ট আছে। আর এই মডেল গুলি ক্রমশ 13,990 টাকা, 15,990 টাকা আর 17,990 টাকায় লঞ্চ করা হয়েছে। আর কোম্পানি এদের দাম কমানোর পরে এবভার ভেরিয়েন্ট গুলির দাম যথাক্রমে 12,990 টাকা, 14,990 টাকা আর 16,990 টাকায় লঞ্চ করা হয়েছে।

Relame 2 Pro ফোনটি ফ্লিপকার্টে 4GB র‍্যাম আর 6GB র‍্যামের সঙ্গে দেখা গেছে আর এই ডিভাইসের 8GB র‍্যাম ভেরিয়েন্ট ফ্লিপকার্ট আর রিয়েলমির অনলাইন স্টোরে আউট অফ দ্যা স্টক।

Realme 2 Pro ফোনের স্পেসিফিকেশান

Relame 2 Pro ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC যুক্ত।, আর এই ফোনে 3,500mAh য়ের ব্যাটারি আছে আর এটি 6.3 ইঞ্চির ফুল HD+IPS LCD ডিসপ্লে যুক্ত আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:9। আর এই ফোনে আপনারা দুটি সিম কার্ড আর একটি মাইক্রো এসডি কার্ডের স্লট পাবেন। আর এই ফোনটি মাইক্রো USB পোর্ট যুক্ত। আর এই ফোনটি তিনটি কালার অপশানে পাওয়া যাবে যা ব্ল্যাক সি(ব্ল্যাক), আইস লেক (লাইট ব্লু) আর ওশান (ডার্ক ব্লু) কালারে পাওয়া যাবে।

Relame 2 Pro ফোনের ক্যামেরা

আমরা যদি এই ফোনের ক্যামেরার বিষয়ে বলি তবে এই ফোনটিতে 16 আর 2 মেগাপিক্সলাএর রেয়ার ক্যামেরা সেটআপ আছে আর এই ফোনের 16MPর একটি ফ্রন্ট ক্যামেরা আছে। আর এই ফোনটি AI ডেপথ এফেক্টের মাধ্যমে পোট্রেট শট নিতে পারে। আর এই ফোনের ব্যাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে যা ডিভাইসে ফেস আনলক ফিচার দিয়েছে।   

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo