Moto G6 Plus আজকে ভারতে এই দাম আর স্পেক্সের সঙ্গে লঞ্চ হতে পারে

HIGHLIGHTS

মোটোরোলা আজকে Moto G6 সিরিজের G6 Plus স্মার্টফোনটি ভারতে লঞ্চ করতে চলেছে

Moto G6 Plus আজকে ভারতে এই দাম আর স্পেক্সের সঙ্গে লঞ্চ হতে পারে

লেনোভোর মোটোরোলা আজকে ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। Moto G6 Plus ফোনটি প্রথমে ব্রাজিলে এই বছরের প্রথমে লঞ্চ করা হয়েছিল আর আজকে এটি ভারতে লঞ্চ করা হবে। Moto G6 Plus ফোনটি ব্রাজিলে EUR 299(প্রায় 24,400 টাকা) দামে লঞ্চ করা হয়েছিল। আর Moto G6 ফোনটি ভারতে 13,999 টাকায় পাওয়া যায় আর সেখানে Moto G6 Play ফোনটি ফ্লিপকার্ট এক্সক্লিশিভ ডিভাইস আর Moto G6 অ্যামাজন স্পেশাল ডিভাইস। আর এটা জানা যায়নি যে Moto G6 Plus ফোনটি কোণ প্ল্যাটফর্মে আসবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Moto G6 Plus ফোনটি এই স্পেক্সের সঙ্গে লঞ্চ করা হতে পারে

আমরা যদি এই ফোনটির স্পেক্সের দিকটি দেখি তবে Moto G6 Plus ফোনে 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 । আর এই ডিভাইসটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 630 SoC যুক্ত আর এটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত হতে পারে আর এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা হতে পারে।

ছবি তোলার জন্য এই ফোনে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ আছে আর এতে একটি 12MP আর অন্যটি 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফ্রন্টে 8MP র ক্যামেরা দেওয়া হয়েছে।

Moto G6 Plus ফোনে একটি 3200mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে আর সিকিউরিটির জন্য এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর এই ফোনটি অন্য মোটোফোনের মতন ন্যানো কাটিং যুক্ত যা একে জলের ছিটে থেকে বাঁচায়।

কানেক্টিভিটির বিষয়ে যদি কথা বলি তবে এই ডিভাইসে ডুয়াল সিম কার্ড স্লট 4G VoLTE, Wi-Fi ব্লুটুথ, 3.5mm অডিও জ্যাক আর USB টাইপ C পোর্ট দেওয়া হয়েছে। আর এই ডিভাইসে অ্যান্ড্রয়েড ওরিও আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo