HIGHLIGHTS
BSNL রিলায়েন্স জিওর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য নতুন 75টাকার প্ল্যান নিয়ে এসেছে আর এই প্ল্যানে আপনারা 10GB ডাটা ছাড়া আনলিমিটেড কলিং পুরো 15 দিনের জন্য দিচ্ছে
আজকাল প্রায়ই BSNL তাদের নতুন প্ল্যান লঞ্চ করে চলেছে আর তারা জিও সহ একাধিক টেলিকম কোম্পানির বড় প্রতিযোগী হয়ে উঠেছে। আর এবার তারা একটি নতুন 75টাকার প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানে 10GB ডাটা ছাড়া আনলিমিটেড কলিং আর SMS য়ের সুবিধা পাওয়া যাচ্ছে। আর এটি 15 দিনের জন্য বৈধ।
Surveyআর এই অফারের সুবিধা অন্য কোন টেলিকম কোম্পানি 100 টাকায় দেবে।
আর এই প্ল্যানের একটি বড় বৈশিষ্ট্য এই যে আপনারা এর বৈধতা বাড়াতে পারবেন। এই প্ল্যানের বৈধতা 90 দিন থেকে 180 দিনের বাড়ানো যায়।
আপনারা জানেন যে আমরা উপরে বলেছি জে এই প্ল্যানে আপনারা আনলিমিটেড কলিং পাচ্ছেন আর BSNL তাদের অন্য প্ল্যানও দিচ্ছে। আর এই সুবিধা মানে কলিং সুবিধা আপনারা দিল্লি আর মুম্বাইতে পাবেন না। আর এছাড়া ইউজার্সরা এই প্ল্যানে 500টি SMS পাবেন আর এই SMS আপনারা সব বৈধতা পাবেন। আর এইও প্ল্যানটি শুধু অন্ধ্রপ্রদেশে লঞ্চ করা হয়েছে।