আজ দুপুর 12 টায় শুরু হবে Realme 2 য়ের প্রথম ফ্ল্যাশ সেল, ফোনটি 8,240 টাকায় কেনা যাবে

HIGHLIGHTS

আজ দুপুর 12 টায় শুরু হবে Realme 2 য়ের প্রথম ফ্ল্যাশ সেল HDFC ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ফোনটি 750 টাকার ফ্ল্যাট ডিস্কাউন্টে কেনা যাবে

আজ দুপুর 12 টায় শুরু হবে Realme 2 য়ের প্রথম ফ্ল্যাশ সেল, ফোনটি 8,240 টাকায় কেনা যাবে

Realme 2 য়ের প্রথম সেল 4 সেপ্টেম্বর ফ্লিপকার্টে শুরু হবে। এই স্মার্টফোনটির দাম এমনিতে 8,990 টাকা কিন্তু আপনারা এটি HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে অফারের মাধ্যমে 8,240 টাকায় কিনতে পারবেন। আজকে এটি দুপুর 12 টায় ফ্লিপকার্টে প্রথম ফ্ল্যাশ সেলের মাধ্যমে কেনা যাবে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme 2 য়ের দাম আর অফার্স

আপনারা যদি Realme 2 ফোনটি এর প্রথম সেলে কেনেন তবে HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মধ্যমে পেমেন্ট করলে 750 টাকার ফ্ল্যাট ডিস্কাউন্ট পেতে পারেন। আর এর পরে এই ডিভাইসটির বেস ভেরিয়েন্টের দাম 8,240 টাকা হয়ে যাবে। এটি 3GB/32GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন। আর এছার এর 4GB র‍্যাম ভেরিয়েন্টের দাম 10,240 টাকা আর এর দাম এমনিতে 10,990 টাকা।

আর এই অফার নো কস্ট ইন্সটলমেন্টেও কেনা যাবে আর এটি ক্যাশব্যাক হসিয়াবে অ্যাকাউন্টে আসবে। আর এই অফার HDFC ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে পাওয়া যাবেনা। আর ফ্লিপকার্টে Realme 2 কিনলে জিও 2,200 টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক দেবে।

Realme 2 য়ের স্পেক্স আর ফিচার্স

Realme 2 স্মার্টফোনটি 6.2 ইঞ্চির ডিসপ্লে যুক্ত ফোন। এই ফোনে ডিসপ্লের টপে ট্রেন্ডিং নচ ডিসপ্লে আছে। আর এই স্মার্টফোনের ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। আর আপনাদের নিশ্চই মনে আছে যে Realme 1 য়ে কোন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিলনা। আর এই ফোনের ব্যাকেও ডায়মন্ড কাট দেওয়া হয়েছে , এই ডিভাইসটিতে কর্নিং গোরিলা গ্লাস প্রোটেকশান দেওয়া হয়েছে।

কোম্পানি এই স্মার্টফোনটিকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। এর একটি ভেরিয়েন্ট 3GB/32Gb আর অন্য ভেরিয়েন্টটি 4GB/64GB র আর এই ফোনের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়। এই ফোনে একটি 4230mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এই ডিভাইসটি ডায়মন্ড ব্ল্যাক, ডায়মন্ড রেড আর ডায়মন্ড ব্লু কালারে লঞ্চ করা হয়েছে।

Realme 2 স্মার্টফোনে স্ন্যাপড্র্যাগন 425 SoC আছে। আর এই ফোনে AI পাওয়ার্ড Color OS5.1 দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছাড়া, ফেস আনলক, স্মার্ট আনলক ফিচার আছে।

এই স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা 13+2MPর আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 8MPর। আর এই ফোনে AR স্টিকার্স, HDR পোট্রেড শট আর AI এডিটেড সেলফি অফার করা হয়েছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo