এই মুহূর্তের সব থেকে বড় খবরঃ তৈরি হল ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক

HIGHLIGHTS

এয়ারটেল না এবার আইডিয়ার আর ভোডাফোনের সংযুক্তিতে এরাই হল দেশের সব থেকে বড় টেলিকম কোম্পানি

এই মুহূর্তের সব থেকে বড় খবরঃ তৈরি হল ভারতের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক

বেশ কিছু দিন ধরেই খবর শোনা যাচ্ছিল আর এবার সেই খবর সত্যি হল। দেশের দুটি টেলিকম সংস্থা আইডিয়া সেলুলার আর ভোডাফোন এক হয়ে গেল। আর আজকে এই দুটি কোম্পানি এক হয়ে যাওয়ার পড়ে দেশের এক নম্বর টেলিকম কোম্পানির তকমা হারাল এয়ারটেল। মোট গ্রাহক সংখ্যা আর মোট লাভেরল পরিণামের হিসাবে ভারতের এক নম্বর টেলিকম কোম্পানি হল আইডিয়া সেলুলার আর ভোডাফোন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতের টেলিকম বাজারে জিও আসার পরে নিজেদের অস্ত্বিত্ব রক্ষার লড়াইয়ে যখন সব টেলিকম কোম্পানি গুলি তৎপর সেই সময়ে এই দুটি কোম্পানির মার্জ হয়ে যাওয়া ভারতীয় টেলিকম বাজারে একটি বড় খবর।

বেশ কিছু পরিসংখ্যান হিসাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম টেলিকম বাজার ভারত। আর এই দুটি কোম্পানি এক হওয়ার ফলে সেই বাজার আরও বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।

এই সময়ে দেশের টেলিকম বাজারের প্রায় 40% Idea Cellular আর Vodafone য়ের কাছে আছে।

জানা গেছে যে এবার এই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টার হবেন 12 জন আর চেয়ারম্যান হবেন কুমার মঙ্গলম বিড়লা আর CEO হবেন বালেশ শর্মা। এই বোর্ডে Idea Cellular য়ের ম্যানেজিং ডিরেক্টার হিমাংশু কাপানিয়াও থাকবেন বলে জানা গেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo