পিছিয়ে গেল ভোডাফোন ভারতের দুনম্বরের তকমা পেল জিও

HIGHLIGHTS

ভারতের টেলিকম বাজার দখলের দিকে দু নম্বর মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেল জিও

পিছিয়ে গেল ভোডাফোন ভারতের দুনম্বরের তকমা পেল জিও

ভারতের টেলিকম মার্কেটে রিলায়েন্স জিও একটি আলাদা মাত্রা নিয়ে এসেছে। আর এবার তাদের নতুন রেকর্ড জিওর মুকুটে আরও একটি পালক যোগ করল। আসলে ভারতের টেলিকম বাজার দখলের দিকে দু নম্বর মোবাইল নেটওয়ার্কের স্বীকৃতি পেল জিও।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিলায়েন্স জিও ভোডাফোনকে টপকে ভারতী এয়ারটেলের আরও কাছাকাছি এসে গেল। কম দামে গ্রাহকদের 4G পরিষেবা দেওয়াই এর কারন। বছর দুয়েক আগে ভারেত 4G পরিষেবা নিয়ে এসেছিল জিও, গত মার্চ মাসে Idea কে টপকে প্রথম তিনে এসেছিল কোম্পানি। আর এবার ভোডাফোনকে টপকে প্রথম হওয়ার দিকে আরও এক ধাপ এগিয়ে গেল এই টেলিকম কোম্পানিটি।

তবে এই তকমা কত দিন ধরে রাখতে পারে জিও তাই এখন দেখার। কারন সম্প্রতি ভোডাফোন আর আইডিয়া এক হতে চলেছে, আর এই দুই কোম্পানি এক হলে তারা প্রথম হিসাবে উঠে আসবে সেক্ষেত্রে জিও আবার ফিরে যাবে তৃতীয় স্থানে। তবে আপাতত দ্বিতীয় হয়ে এয়ারটেলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে বলেই মনে হয়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo