Moto G6 সিরিজের সঙ্গে এই ডিভাইস গুলি অ্যান্ড্রয়েডের পাই আপডেট পাবে

HIGHLIGHTS

কোম্পানির এই লিস্টে 8 টি স্মার্টফোন আছে যা নতুন OS আপডেট পাবে

Moto G6 সিরিজের সঙ্গে এই ডিভাইস গুলি অ্যান্ড্রয়েডের পাই আপডেট পাবে

কিছুদিন আগেই Google প্রথম অ্যান্ড্রয়েড পাইয়ের বিষয়ে জানিয়েছে। আর এবার বেশ কিছু অ্যান্ড্রয়েড স্মার্টফোনের কোম্পানি নিজেদের ডিভাইসের জন্য নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেটের কথা জানিয়ে দিয়েছে। এই লিস্টে বেয়ার মোটোরোলার নামও যুক্ত হয়েছে। তারা তাদের বেশ কিছু ডিভাইসের নাম জানিয়েছে যা অ্যান্ড্রয়েড 9.0 পাই আপডেট পাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই তালিকাটি খুব একটি বড় নয়। এর মাধ্যে Moto Z3, Moto Z3 Play, Moto Z2 Force, Moto Z2 Play, Moto X4, Moto G6, Moto G6 Plus আর Moto G6 Play আছে।

তবে এটা নিরাশা দায়ক যে কোম্পানি এই তালিকায় তাদের Moto E5 আর Moto E5Plus স্মার্টফোন দুটিকে নতুন অপারেটিং সিস্টেমে আপডেট করছেনা। এও হতে পারে যে ওপরের স্মার্টফোন গুলি নতুন আপডেটের প্রথম ব্যাচে আছে আর অন্য ডিভাইসের বিষয়ে হয়ত পড়ে জানা যাবে।

তবে কোম্পানি এখনও এই ডিভাইস গুলির জন্য কোন নির্দিষ্ট সময় দেয়নি তা এই ডিভাইস গুলি কবের মাধ্যে অ্যান্ড্রয়েড 9.0 পাই আপডেট পাবে তা জানা যায়নি।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo