এসে গেল ফ্লিপকার্টের আজকের সেরা স্মার্টফোনের ডিল

HIGHLIGHTS

আজকের এই তালিকায় হনার থেকে স্যামসং সবাই জায়গা করে নিয়েছে

এসে গেল ফ্লিপকার্টের আজকের সেরা স্মার্টফোনের ডিল

অনলাইন ই-কমার্স সাইয়াট ফ্লিপকার্ট প্রায়ই কিছুনা কিছু অফার করে থাকে। আর আজকে তারা বেশ কিছু স্মার্টফোনের ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে। হনার বা স্যামসং আছে এই তালিকায়। এর মাধ্যে থেকে কোন ফোন আপনাদের পছন্দ হলে তা সহজেই নিজের করতে পারবেন। আসুন তবে দেখে নেওয়া যাক আজকে কোন কোন স্মার্টফোনের ওপর ফ্লিপকার্ট কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Honor 7A 

আজকে এই হনারের ফোনটি ফ্লিপকার্ট থেকে 8,999 টাকায় কেনা যাবে। আর আসল দাম সাইটে 10,999 টাকা বলা হয়েছে। এই ফোনটির র‍্যাম 3GB আর এর স্টোরেজ 32GB। এই ফোনটি আজকে গোল্ড কালারে কেনা যাবে। এটি একটি 5.7 ইঞ্চির HD+ ডিসপ্লে যুক্ত ফোন। এর ব্যাটারি 3000mAh য়ের। আর এটি 13Mp+2MP ডুয়াল রেয়ার ক্যামেরা যুক্ত। এখান থেকে কিনুন।

Samsung Galaxy On8

এই স্যামসং য়ের স্মার্টফোনটি আজকে ব্লুক কালার ভেরিয়েন্টে কেনা যাবে। এর আসল দাম সাইটে 19,990টাকা বলা হয়েছে। আর এটি আজকে 16,990 টাকায় কেনা যাবে। এর র‍্যাম 4GB আর এর স্টোরেজ 64GB। এই ফোনটি 3500mAh য়ের ব্যাটারি যুক্ত। আর এই ফোনে 6ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Honor 9 Lite 

আজকে এই ফোনটি সাফায়ার ব্লু কালারে কেনা যাবে। আর এটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। আর এই ফোনটি আজকে 14,999 টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম 16,999 টাকা বলা হয়েছে। এই ফোনটিতে 3000mAh য়ের ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।

 

Samsung Galaxy On Max

 
আজকে এই স্যামসং য়ে স্মার্টফোনটি ফ্লিপকার্টে 12,490 টাকায় কেনা যাবে। এর আস ল দাম 16,900 টাকা। আর এই ফোনটি 4GB র‍্যাম আর 32GB স্টোরেজ যুক্ত। এই ফোনে 13MP র রেয়ার ক্যামেরা আর 13MP র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
 

Samsung Galaxy On6

 স্যামস্ং য়ের এই ফোনটি আজকে 13,490 টাকায় কেনা যাবে। আর আর আসল দাম 15,490 টাকা বলা হয়েছে। এই ফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। এই ফোনে একটি 3000mAh য়ের ব্যাটারি আছে। এখান থেকে কিনুন।
 

Samsung Galaxy On Nxt

এই স্যামসংয়ের ফোনটি আজকে গোল্ড কালার ভেরিয়েন্টে কেনা যাবে। এটি একটি 3GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত ফোন। এই ফোনটি আজকে 12,900 টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম 17,900 টাকা বলা হয়েছে। এই ফোনে একটি 3300mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।
 

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে অফার আর ডিভাইসের দামের পরিবর্তন সেই সাইটের ব্যক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo