HIGHLIGHTS
এখন হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার অ্যান্ড্রয়েড বিটাতে পাওয়া যাচ্ছে
হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড বিটা অ্যাপের জন্য নতুন ফিচার নিয়ে এসেছে আর এর মাধ্যমে ইউজার্সরা নোটিফিকেশান মেসেজকে “এজ রিড’ মার্ক করতে পারবেন। এই ফিচারে হোয়াটসঅ্যাপের গ্রুভ ভিডিও কলিং ফিচার আসার ঠিক পরেই নিয়ে আসা হয়েছে। টেলিগ্রাম সম্প্রতি এই ফিচারটি নিয়ে এসেছে আর এর মাধ্যমে ইউজার্সরা নোটিফিকেশান প্যানেল থেকেই নোটিফিকেশান এজ রিড মার্ক করতে পারবেন।
Surveyএই নতুন ফিচার এখন শুধু হোয়াটসঅ্যাপ বিটা ইউজার্সদের জন্য দেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ এই মার্ক এজ রিড অপশানের মাধ্যমে তাড়াতাড়ি পেন্ডিং মেসেজ নোটিফিকেশান প্যানেলে সরাতে পারবে আর না পড়েই এজ রিড মার্ক করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ বিটার পরে এই আপডেট স্টেবেল পাব্লিক ভার্সানের জন্যও আনা হতে পারে, আর এর থেকে এটাই অনুমান করা যায় যে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ ইউজার্সরা একটি নতুন ফিচার পাবেন।