LG V20 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড Oreo র আপডেট পাওয়া শুরু করে দিয়েছে

HIGHLIGHTS

LG V20 স্মার্টফোনটি 2016 সালে লঞ্চ করা হয়েছিল আর এর মানে এই যে এই ডিভাইসটি এই আপডেট দেরিতে পেল, তবে শেষ পর্যন্ত এটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট পেল

LG V20 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড Oreo র আপডেট পাওয়া শুরু করে দিয়েছে

LG V20 স্মার্টফোনটি 2016 সালে লঞ্চ  করা হয়েছিল আর এর মানে এই যে এই ডিভাইসটি এই আপডেট অনেক দেরিতে পেল। তবে শেষ পর্যন্ত এটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট পেল। তবে এত পুরনো ডিভাইস এত দেরিতে এই আপডেট পাওয়া কিন্তু আসলে কোম্পানির জন্য একটু হলেও নেগেটিভ মেসেজই পাঠায়। তবে এও দেখার যে এখন এই ডিভাইসটি এই আপডেট পাওয়া শুরু করে দিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা যদি এই ডিভাইসের এই আপডেটের সাইজের কথা বলি, তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসটির আপডেট সাইজ প্রায় 1.6GB আর এর বিল্ড নম্বর V20c-JUL-)6-2018 । তবে এই আপডেটটি এখন অবশ্য কোরিয়ার LG V20 স্মার্টফোনে পাওয়া যাচ্ছে আর এর মডেল নম্বর F800L, F800K আর F800S।

সাধারনত দেখা গেছে যে LG সবার আগে তাদের ডিভাইসের যে কোন আপডেট দক্ষিণ কোরিয়াতে দেয়, আর এর পরে তারা তা সারা বিশ্বের জন্য নিয়ে আসে। আর এই নতুন পদক্ষেপ দেখে এবার মনে হচ্ছে যে এই ডিভাইসটির কিছু অন্য মডেলেও এবার এই আপডেট আসবে।

 

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo