স্ন্যাপড্র্যাগন 660 আর 5030mAhয়ের ব্যাটারির সঙ্গে 360 N7 স্মার্টফোনটি লঞ্চ হল

HIGHLIGHTS

এই ডিভাইসটি মুনলাইট হোয়াইট আর গ্রকাফাইট ব্ল্যাক কালারে কেনা যেতে পারে

স্ন্যাপড্র্যাগন 660 আর 5030mAhয়ের ব্যাটারির সঙ্গে 360 N7 স্মার্টফোনটি লঞ্চ হল

আজকে চিনে 360 Mobiles তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। বেশ কয়েক সপ্তাহের প্রতিক্ষার পরে 360 N 7 স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে। আর এই স্মার্টফোনটি মেটাল ব্যাক আর গ্লাস ফ্রন্ট যুক্ত। আর এই হ্যান্ডসেটটি দুটি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।  আর দুটী ভেরিয়েন্টই CNC ফিনিশিং যুক্ত। আর এই ডিভাইসটির মুনলাইট হোয়াইট আর গ্রাফাইট গ্রে কালারে কেনা যাবে। আর এর হোয়াইট ভেরিয়েন্টটি কালার পাওয়ার বটন যুক্ত। পাওয়ার বটন ভাইব্রেট রেড কালার যুক্ত আর এই ডিভাইসটি এর জন্য দেখতে বেশ আলাদা হয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

স্মার্টলাইটে আলোকিত হবে আপনার বাড়ি! এজকে এই স্মার্টলাইট গুলির ওপরে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

স্পেসিফিকেশান

360 N স্মার্টফোনটিতে 660 প্রসেসার আছে। আর এই ফোনে এই সময়ের সবথেকে শক্তিশালী  মিডরেঞ্জের চিপসেট দেওয়া হয়েছে। এই ডিভাইসটির র‍্যাম 6GB আর এর স্টোরেজ 64GB/128GB আর এর স্ক্রিন সাইজ 5.99ইঞ্চি। এই ডিভাইসের অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এর রেজিলিউশান 2160x1080p। ডিভাইসটিতে 2.5D কার্ভড গ্লাস আছে তবে এটি গোরিলা গ্লাস যুক্ত কিনা তা জানা যায়নি।

ক্যামেরা

এই ডিভাইসটির ক্যামেরা কেমন তা একবার দেখে নেওয়া যাক। এই ডিভাইসটিতে ব্যাকে 16Mp f/2.0+2MP ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর এটি PDAF আর LED ফ্যাশ যুক্ত। আর এই ডিভাইসের ফ্রন্টের ক্যামের 8MP f/2.2 সেন্সার যুক্ত। আর এটি ফেস বিউটি অপ্টমাইজেশান যুক্ত।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

দাম

এই ফোনটি তাদের জন্য বানানো হয়েছে যারা অনেক বেশি সময় ধরে মোবাইলে গেম খেলে থাকেনব। আর তাই এই ডিভাইসে একটি 5,030mAhয়ের ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি কুইক চার্জ 3.0 (9V/2A ফাস্ট চার্জিং ) সাপোর্ট জ্রে। 360N7 কোম্পানির UI আর সফটোয়্যার টিক্সের সঙ্গে অ্যান্ড্রয়েড 8.1অরিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে। এর এই ডিভাইসের হাইব্রিড ভার্সান 2.0,গেম এক্সেলেটার 2.0,এঙ্ক্রিশান আর লকিং ফিচার্স যুক্ত। 360N7য়ের 64GB ভেরিয়েন্টটির দাম ¥1699 (~$267) আর 128GB ভেরিয়েন্টের দাম ¥1899 ($298।

ইমেজ সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo