Intex য়ের নতুন স্মার্টফোন UDAY ভারতে লঞ্চ হয়েছে, এই ফোনটির দাম ৮ হাজার টাকার কম

HIGHLIGHTS

এই স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্ট ব্লু, শ্যাম্পেন আর ব্ল্যাক কালারে লঞ্চ করা হয়েছে

Intex য়ের নতুন স্মার্টফোন UDAY ভারতে লঞ্চ হয়েছে, এই ফোনটির দাম ৮ হাজার টাকার কম

ভারতীয় স্মার্টফোন তৈরির কোম্পানি Intex টেকনলজি তাদের UDAY স্মার্টফোনটি ভারতে লঞ্চ করেছে। এইত একটি 4G VoLTE  স্মার্টফোন আর এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে। ইন্টেক্স এই ফোনটির দাম 7,999 টাকা বলেছে আর এর ওপর রিলায়েন্স জিওর 2,200 টাকার ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Intex UDAY স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে কাজ করে। এই ডিভাইসটি ডুয়াল সিম সাপোর্ট করে। Intex UDAY ফোনটিতে 5.2ইঞ্চির HD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর রেজিলিউশান 1280 x 720 পিক্সাল। এই ফোনটি ছাড়া ডিভাইসে 1.3GHz কোয়াড কোর মিডিয়াটেক আছে আর এই ডিভাইসে 3GB র‍্যাম আর 32GB স্টোরেজ আছে আর এই ডিভাইসের স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো সম্ভব।

Paytm Deal of the Day: আজকে এই স্মার্টফোন সহ এই জিনিস গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

আমরা যদি এই ফোনটির অপটিক্স দেখি তবে দেখা যাবে যে এই স্মার্টফোনটিতে 13MP’র প্রাইমারি ক্যামেরা আছে যা LED ফ্ল্যাশ যুক্ত আর এছাড়া এই ফোনে স্লেফি নেওয়ার জন্য ডিভাইসে 5MP’র ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আর ফ্রন্টেও ফোনটিতে একটি LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। Intex UDAY স্মার্টফোনটিতে 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ 4.2, GPS + GLONASS সাপোর্ট করে আর এর ব্যাটারি 2800mAh।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

Intex UDAY স্মার্টফোনটি DataBack নামের অ্যাপ যুক্ত। আর এই অ্যাপে ইউজার্সরা মাসে 500MB অব্দি ফ্রি ডাটা অফার করবে আর ইউজার্সরা এর মাধ্যেম ডাটা কমাতেও পারবেন। এই স্মার্টফোনটি অন্য প্রি লোডেড অয়াপ আছে যার মধ্যে প্রাইম ভিডিও, MiFon সিকিউরিটি আছে। আর এই স্মার্টফোনটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্লু, শ্যাম্পেন আর ব্ল্যাক। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo