18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 450 SoC’র সঙ্গে Xiaomi Redmi 5 লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

এই স্মার্টফোনটি 20 মার্চ থেকে অ্যামাজন mi.com, Mi হোমস আর অফলাইন রিটেলার্সের থেকে কেনা যেতে পারে, আর এই ডিভাইসের সঙ্গে 2200 টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক আর অতিরিক্ত ডাটা অফার করা হয়েছে

18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে আর স্ন্যাপড্র্যাগন 450 SoC’র সঙ্গে Xiaomi Redmi 5 লঞ্চ হয়েছে

Xiaomi তাদের Redmi 5 ফোনটি গতকাল ভারতে লঞ্চ করেছে। যার টিজার কম্প্যাক্ট পাওয়ার হাউস নামে লঞ্চ করা হয়েছিল। কোম্পানি বলেছে যে এই ডিভাইসটি গত বছরের Redmi 4য়ের তুলনায় 11 শতাংশ পাতলা। ভারতে এই ফোনটি তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর একটি ভেরিয়েন্টে 2GB র‍্যাম/16GB রোম আছে যার দাম হবে 7,999 টাকা, আর এর 3GB র‍্যাম/32GB রোম ভেরিয়েন্টয়ের দাম হবে 8,999 টাকা আর 4GBর‍্যাম আর 64GB রোম ভেরিয়েন্টের দাম 10,999টাকা হবে। আজকে অ্যামাজনে এই জিওফোন সহ এই ফোন গুলির ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi 5 স্মার্টফোনটি 20 মার্চ দুপুর 12টা থেকে অ্যামাজন, mi.com, Mi হোমস আর অফলাইন রিটেলার্সের থেকে কেনা যেতে পারে, আর এই ডিভাইসের সঙ্গে 2200 টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক আর অতিরিক্ত ডাটা অফার করা হয়েছে আর অতিরিক্ত 100GB ডাটা পাওয়া যাচ্ছে। আর এছাড়া এই ডিভাইসটি অ্যামাজন বা mi.com থেকে SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে ইউজার্সরা 5%’র ক্যাশব্যাকও পাওয়া যাবে। ইউজার্সরা তাদের প্রথম কিন্ডলে ইবুক কিনলে 90%’র (400টাকা অব্দি) ডিস্কাউন্ট পাবে।

আর এই ডিভাইসটি ব্ল্যাক, গোল্ড, লেক ব্লু আর রোজ গোল্ড কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। Redmi 5 ফোনটিতে ইনফোর্সড কর্নার্স আর মেটাল ইউনিবডির সঙ্গে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর ডিসপ্লে অফার করা হয়েছে। আর এই ডিসপ্লের সাইজ 5.7ইঞ্চির আর এটি HD+ ডিসপ্লে যুক্ত, যার রেজিলিউশান 1440×720 পিক্সাল। এই ফোনটিতে অক্টা-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 SoC আর অ্যাড্রিনো 506 GPU আছে।

এবার আমরা এই ফোনটির ক্যামেরা কেমন তা ভাল রকে দেখেনি এই স্মার্টফোনটিতে 12MP’র রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ক্যামেরাটি 1.25 মাইক্রোন পিক্সাল, PDAF, HDR, f/2.2 অ্যাপার্চার আর LED ফ্ল্যাশ জুক্র। ফোনটিতে সামনের দিকে 5MP’র সেন্সার দেওয়া হয়েছে যা বিউটিফাই 3.0 ফিচারের সঙ্গে অ্যানহেন্সড পোট্রেড শটস ক্যাপচার করতে পারে।

আর এই স্মার্টফোনটিতে একটি 3300mAh য়ের ব্যাটারি আছে যা ফোনটি সাধারন ভাবে ব্যবহার করলে এক দিন চলে যাবে আর গেমিং য়ের সময় 9 ঘন্টা আর ভডিও প্লেব্যাকের ক্ষেত্রে 10 ঘন্টা অব্দি চলতে পারে। এই ডিভাইসটিতে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এটি MIUI 9 য়ে কাজ করে যা অ্যান্ড্রয়েড 7.1 নৌগাট যুক্ত। কানেক্টিভিটির জন্য এই ডিভাইসে GPS, A-GPS, WiFi, ব্লুটুথ 4.2, একটি 3.5mm হেডফোন জ্যাক সাপোর্ট করে আর চার্জিং য়ের জন্য এটি মাইক্রো USB পোর্ট যুক্ত।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo