Honor 7C ফোনটি স্ন্যাপড্র্যাগন 450 SoC’র সঙ্গে চিনে লঞ্চ হল

Honor 7C ফোনটি স্ন্যাপড্র্যাগন 450 SoC’র সঙ্গে চিনে লঞ্চ হল
HIGHLIGHTS

এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে 5.99 ইঞ্চির HD+ ডিসপ্লে আর ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে

Honor তাদের নতুন স্মার্টফোন Honor 7C চিনে লঞ্চ করে দিয়েছে। যেমনটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে এই ফোনটির বেশির ভাগ ফিচার্স Honor 7X য়ের মতনই হবে, কিন্তু লো স্পেসিফিকেশানের সঙ্গে। ফ্লিপকার্টে স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এই ডিভাইসটিতে 5.99ইঞ্চির HD+ ডিসপ্লে আছে যা 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত। Honor 7C স্মার্টফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ আছে, যা 13MP’র ইউনিটের সঙ্গে  2MP’র ডেপ্তহ সেন্সিং ক্যামের যুক্ত। এই ডিভাইসটির ফ্রন্টে 8MP’ র ক্যামেরা আছে। এই ফোনটির ব্যাক সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর একটি ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটি EMUI 8.0 য়ে চলে আর এটি অ্যান্ড্রয়েড ওরিও যুক্ত।

এটি খেয়াল রাখতে হবে যে Honor 7C, কোম্পানির সেই ডিভাইস গুলির মধ্যে একটি যা হুইয়াইয়ের হাই-সিলিকন কিরিন এসওসির সুবিধার ফলে কোয়াল্কমের স্ন্যাপড্র্যাগন 450 চিপসেট যুক্ত।

এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, প্রথম ভেরিয়েন্টটি 3GB র‍্যাম/ 32GB স্টড়োএজ যুক্ত যার দাম CNY 899 (প্রায় 9,200 টাকা) আর অন্য ভেরিয়েন্টটি 4GB র‍্যাম/ 64GB স্টোরেজ যুক্ত। যার দাম CNY 1299 ( প্রায় 13,300 টাকা)।

এখনও অব্দি এটা জানা যায়নি যে কোম্পানি এই ফোনটি ভারতে কবে লঞ্চ করবে। Honor 9 Lite ভারতে কোম্পানির লঞ্চ করা এখনও অব্দি শেষ স্মার্টফোন। এটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত আর এর ডিসপ্লে 5.65ইঞ্চির আর এটি কোয়াড কোর ক্যামেরা সেটআপ যুক্ত।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo