এভাবে আপনি প্যান কার্ডে নিজের নাম বদলাতে পারবেন

HIGHLIGHTS

এর জন্য গ্রাহককে 110 টাকা চার্জ দিতে হবে, ডিমান্ড ড্রাফট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং য়ের মাধ্যমে এই পেমেন্ট করা যাবে

এভাবে আপনি প্যান কার্ডে নিজের নাম বদলাতে পারবেন

প্যান কার্ডে যদি আপনার নাম বা বানান ভুল আসে তবে সেক্ষেত্রে নাম পরিবর্তন করতে হলে সাধারন্ত সাবি অফলাইনের ভরসা করে। কিন্তু আপনি চাইলে এই কাজটিও অনলাইনে করতে পারবেন। বাড়িতে বসে সহজেই এই কাজটি করা সম্ভব। প্যান কার্ডে নাম বদলাবার জন্য আপনাদের কয়েক্টি স্টেপ্স বলব যার মাধ্যমে আপনি আপনার প্যান কার্ডের নাম বদলাবার জন্য রিকুয়েস্ট করতে পারবেন। আজকে ফ্লিপকার্ট স্মার্টফোন, পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, মনিটার সহ বেশ কিছু জিনিসের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

রিকুয়েস্ট সাবমিট করার একমাসের মধ্যে আপনার নাম বদলে যাবে। এই প্রসেস্টির জন্য গ্রাহককে 110টাকার চার্জ দিতে হবে। ডিমান্ড ড্রাফট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং য়ের মাধ্যমে এই পেমেন্ট করা যাবে । ভারতের বাইরে যারা থাকেন তাদের এই অ্যাপ্লিকেশানটির জন্য 1020টাকা দিতে হবে।

এই অ্যাপ্লিকেশানটি যারা ভারতে থাকেন তাদের জন্য

https://tin.tin.nsdl.com/pan/correctiondsc.html ওয়েব অ্যাড্রেসে যেতে হবে। ফর্মের শেষে ক্যাটাগরি অফ অ্যাপ্লিকেন্টে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে।

এই ফর্মটি ফিলআপ করে সাবমিট করুন। ফর্ম ফিলআপ করার সময় আইডি আর অ্যাড্রেস প্রুফ ইত্যাদি অবশ্যই সঙ্গে রাখুন। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo