OPPO R15 ফোনটির বিষয়ে নতুন খবর সামনে এল

HIGHLIGHTS

Oppo PAAT00, PAAM00, PACT00 আর PACM00 মডেল টিনা সার্টিফিকেশান পেয়েছে যা OPPO R15 আর R15 Dream Mirror Edition বলে মনে করা হচ্ছে

OPPO R15 ফোনটির বিষয়ে নতুন খবর সামনে এল

গত মাসে OPPO PAAT00 আর PAAM00 চিনে 3C অথেন্টিকেশান সার্টিফিকেশেন পেয়েছিল। কোম্পানির R-সিরিজকেই কোম্পানির ফাস্ট চার্জিং সাপোর্ট পায়। আর এবার OPPO PAAT00 আর PAAM00ও ফাস্ট চার্জিং সাপোর্টের সঙ্গে দেখা গেছে, তবে এবার এই ফোনকে OPPO R13 Plus হিসাবে দেখা হচ্ছে। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এক সপ্তাহ আগেই ওপ্পো বলেছিল যে কোম্পানি তাড়াতাড়ি R-সিরিজের অন্তর্গত Oppo R15 আর OPPO R15 Dream Mirror Edition নিয়ে আসবে। আর এবার জানা গেছে যে Oppo PAAT00, PAAM00, PACT00 আর PACM00 মডেল টিনা সার্টিফিকেশান পেয়েছে যা OPPO R15 আর R15 Dream Mirror Edition বলে মনে করা হচ্ছে।

আর এর সঙ্গে এও জানা গেছে যে OPPO PAAT00 এর সাইজ 155.3x 75 x 7.5mm আর ওজন 175 গ্রাম। এটি ব্ল্যাক আর রেড কালারে আসতে পারে। এতে 6.28-ইঞ্চির AMOLED স্ক্রিনা থাকতে পারে এর এর রেজিলিউশান 2280 x 1080 পিক্সাল হতে পারে। আর এতে 128GB’র ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo