রিলায়েন্স জিও কিছু গ্রাহকদের ফ্রিতে 10GB ডাটা দিচ্ছে

HIGHLIGHTS

আপনি ডাটা পাচ্ছেন কিনা সেই বিষয়ে জানার জন্য আপনি মাইজিও অ্যাপে চেক করতে পারবেন

রিলায়েন্স জিও কিছু গ্রাহকদের ফ্রিতে 10GB ডাটা দিচ্ছে

রিলায়েন্স জিও নিজদের ইউজার্সদের এবার 10GB ডাটা ফ্রিতে দিচ্ছে। তবে কোম্পানি এই ডাটা শুধু কিছু বাছাই করা গ্রাহকদের জন্যই দিচ্ছে। এই ডাটা কোম্পানি ফ্রি অ্যাড-অন প্যাক হিসাবে দিচ্ছে। স্যামসং কার্নিভালঃ এই স্মার্টফোন গুলির ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই এক্সট্রা 10GB ডাটা জিও নিজে থেকেই দিচ্ছে। কিছু গ্রাহকরা এটি পাচ্ছেন, আর কেউ কেউ পাচ্ছেন না। Telecom Talk অনুসারে এই অফারটি 27 মার্চ শেষ হবে। আপনাদের বলে রাখি যে এই ডাটা সবাই পাবেনা। তবে এর জন্য ক্রেতা কাস্টমার কেয়ারে কল করেও কোন সুবিধা করতে পারবে না। আর কিছু ইউজার্স বলেছে যে তারা নিজেদের জিও নম্বর থেকে 1299 নম্বরে কল করেও এই ডাটা পায়নি। তবে আমাদের সঙ্গে এমন কিছু হয়নি।

একটি বিশেস ব্যাপার এই যে এই 10GB ডাটা কেউ তখনই ব্যবহার করতে পারবেন, যখন কেউ ত্র প্রতিদিনের ডাটা লিমিট শেষ করে দেবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo