এয়ারটেলের 4G হটস্পট সস্তায় পাওয়া যাচ্ছে

HIGHLIGHTS

এর মাধ্যমে আপনি আপনার টিভি, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদি কানেক্ট করতে পারবেন

এয়ারটেলের 4G হটস্পট সস্তায় পাওয়া যাচ্ছে

আপনি যদি বেশ কিছু দিন রহে এয়ারটেলের 4G হটস্পট কেনার কথা ভাচ্ছেন তবে আপনার জন্য একটি ভাল সুযোগ এসেছে। আসলে অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে আজ এয়ারটেলের 4G হটস্পটতি শুধু 999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম 3250 টাকা বলা হয়েছে। ফ্লিপকার্ট আর অ্যামাজনে আজকে এই স্মার্টওয়াচ, পেন ড্রাইভ সহ অনেক জিনিসের ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

 

আপনাদের বলে রাখি যে এয়ারটেলের এই 4G হটস্পটটি অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে 1,495 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এক ভাবে দেখতে গেলে দেখা যাবে যে অ্যামাজনে পাওয়া আজকের ডিলটি বেশ ভাল।

এই ডিভাইসে এয়ারটেলের প্রিপেড আর পোস্টপেট দু ধরনের সিমই চালানো যাবে। এটি 10টি ওয়াই-ফাই য়ের সঙ্গে কানেক্ট করা যায়। আর এর মাধ্যমে আপনি আপনার টিভি, স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ইত্যাদিকে কানেক্ট করতে পারবেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo