Xiaomi Mi Mix 2S 27 মার্চ লঞ্চ হবে

HIGHLIGHTS

Xiaomi Mi Mix 2S এর লঞ্চ ডেটের বিষয়ে কোম্পানির টুইট থেকে জানা গেছে

Xiaomi Mi Mix 2S 27 মার্চ লঞ্চ হবে

Xiaomi Mi Mix 2s ফোনটি 27 মার্চ লঞ্চ করা হবে। কোম্পানি এই বিষয়ে টুইট করে জানিয়েছে। এই প্রোডাক্ট গুলির ওপর কিছু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর আগে খবর পাওয়া গেছিল যে, কোম্পানি Xiaomi Mi Mix 2s ফোনটিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নিয়ে আসবে। আর এর প্রতিযোগিতা Huawei P20’র সঙ্গে হবে যা এই দিন লঞ্চ হবে।

Xiaomi Mi Mix 2S ফোনটি স্ন্যাপড্র্যাগন 845 প্রসেসারে যুক্ত প্রথম ফোন হবে।

Xiaomi Mi Mix 2S ফোনটির বিষয়ে এখনও অব্দি বেশ কিছু লিক সামনে এসেছে। এই ফোনে একটি এজ-টু-এজ ডিসপ্লে থাকবে।

এমনিতে এই ফোনটির বিষয়ে তেমন কিছু জানা যায়নি। কিন্তু যা খবর পাওয়া গেছে তা অনুসারে, এতে একটি আন্ডার- ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo