MWC 2018: Samsung Galaxy S9 আর S9 Plus লঞ্চ হল

HIGHLIGHTS

Galaxy S9 ফোনটিতে রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেখানে S9+ ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে, দুটি ফোনে সামনের দিকে 8MP’র রেয়ার ক্যামেরা আছে

MWC 2018: Samsung Galaxy S9 আর S9 Plus লঞ্চ হল

MWC 2018’র প্রথম দিনে স্যামসং তাদের দুটি নতুন স্মার্টফোন Galaxy S9 আর Galaxy S9 Plus নিয়ে এসেছে। Galaxy S9 and S9+ মার্চ 2018 থেকে মার্কেটে মিডনাইট ব্ল্যাক, টাইটেনিয়াম গ্রে, কোরেল ব্লু আর একটি নতুন লিলক পার্পেল রঙে পাওয়া যাবে। এই প্রোডাক্ট গুলির ওপর কিছু স্পেশাল অফার পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Galaxy S9 ফোনটিতে 5.8-ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে থাকবে, আর সেখানে S9+ ফোনটিতে 6.2-ইঞ্চির কোয়াড HD+ কার্ভড সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। দুটি ফোনই IP68 সার্টিফায়েড।

Galaxy S9 ফোনটিতে সিঙ্গেল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে, আর সেখানে S9+ ফোনটিতে ডুয়াল রেয়ার ক্যামেরা আছে। দুটি ফোনের সামনের দিকে 8MP’র ক্যামেরা আছে।

Galaxy S9 ফোনটিতে 4GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান যুক্ত আর এর স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে 400GB অব্দি বাড়ানো যেতে পারে। আর সেখানে S9+ ফোনটিতে 6GB র‍্যামের সঙ্গে 64GB/128GB/256GB স্টোরেজ অপশান দেওয়া হয়েছে, এর স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 400GB অব্দি বাড়ানো যেতে পারে।

Galaxy S9 ফোনটিতে 3000mAh এর ব্যাটারি আছে আর সেখানে S9+ ফোনটিতে 3500mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। দুটিই ফাস্ট ওয়ার্ড চার্জিং সাপোর্ট করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo