তাড়াতাড়ি লঞ্চ হতে চলা Samsung Galaxy J4 এর বিষয়ে একটি বড় খবর সামনে এল

HIGHLIGHTS

এই ফোনটির কিছু স্পেক্সের বিষয়েও জানা গেছে

তাড়াতাড়ি লঞ্চ হতে চলা Samsung Galaxy J4 এর বিষয়ে একটি বড় খবর সামনে এল

স্যামসং MWC 2018 তে তাদের দুটি নতুন স্মার্টফোন Galaxy S9 আর S9+ লঞ্চ করতে পারে। এই দুটিই কোম্পানির এ বছরের ফ্ল্যাগশিপ ডিভাইস হবে। কিন্তু এর সঙ্গে সঙ্গে কোম্পানি তাদের কিছু সস্তার স্মার্টফোনের ওপরেও কাজ করছে। এর মধ্যে একটি মডেল হল Galaxy J4, এই ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে আসতে পারে। আজকের কিছু সেরা ফ্লিপকার্ট ফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটির মডেল নম্বর SM-J400 আর এটি গিকবেঞ্চে দেখা গেছে। এখানে এই ফোনটির কিছু স্পেক্সের কথাও বলা হয়েছে।

পাওয়া খবর অনুসারে এই ফোনটিতে Exynos 7570 চিপসেট থাকতে পারে। আর এর সঙ্গে এতে 2GB র‍্যাম থাকার সম্ভাবনা আছে। কোম্পানি এই ফোনটি অ্যান্ড্রয়েড ওরিওর সঙ্গে নিয়ে আসবে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo