Nokia 4 স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসারের সঙ্গে MWC 2018 তে লঞ্চ হবেঃ রিপোর্ট

HIGHLIGHTS

সাম্প্রতিক খবর যদি সত্যি বলে মেনে নেওয়া হয় তবে কোম্পানি খুব তাড়াতাড়ি Nokia 1, Nokia 7 Plus আর Nokia 8 Sirocco লঞ্চ করবে

Nokia 4 স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসারের সঙ্গে MWC 2018 তে লঞ্চ হবেঃ রিপোর্ট

HMD গ্লোবাল এবার তাদের এই বছরের লাইনআপকে MWC 2018 এর সময় লঞ্চ করার জনয় তৈরি। এবার একটি সাম্প্রতিক রিপোর্ট সত্যি হলে কোম্পানি খুব তাড়াতাড়ি Nokia 1, Nokia 7 Plus और Nokia 8 Sirocco লঞ্চ করবে। আজকে এই ফোনটি ফ্লিপকার্টে 60% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তবে NokiaPowerUser এর একটি নতুন রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি MWC এর সময় Nokia 4 ফোনটিও নিয়ে আসতে পারে। Nokia 4 এর বিষয়ে apk ডিসডাউনের মাধ্যমে কিছু খবর সামনে এসেছিল।

রিপোর্টে বলা হয়েছে যে কোম্পানি Nokia 3 ফোনটি এবার বন্ধ করে দিতে পারে আর এর জায়গায় Nokia 4 ফোনটি আসতে পারে। তবে এখনও অব্দি Nokia 4 ফোনটির স্পেক্সের বিষয়ে অন্য কোন খবর পাওয়া যায়নি। কিন্তু এটা জানা গেছে যে এই ফোনটিতে স্ন্যাপড্র্যাগন 450 প্রসেসার থাকতে পারে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo