Essential Phone টি এবার নতুন Halo Gray ভেরিয়েন্টে লঞ্চ হল

HIGHLIGHTS

Essential Phone অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে কেনা যেতে পারে আর এতে অ্যালেক্সা অ্যাপ আগে থেকে ইন্সটল্ড আছে

Essential Phone টি এবার নতুন Halo Gray ভেরিয়েন্টে লঞ্চ হল

Essential Phone অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে আর এই ফোনটিতে অ্যালেক্সা অ্যাপ প্রিইন্সটল্ড হিসাবে পাওয়া যাবে. অ্যামাজনে এই 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত স্মার্টফোনের ওপর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ফোনটিতে এজ-টু-এজ ডিসপ্লে, একটি মডিউলার সিস্টেম যা 460 ডিগ্রি ক্যামেরার সঙ্গে যুক্ত করা যায়, 5.7 ইঞ্চির এলটিপিএস ডিসপ্লে 19:10 এর অ্যাস্পেক্ট রেশিওর সঙ্গে দেওয়া হয়েছে।

এই ফোনটিতে দুটি 13 মেগাপিক্সালের সেন্সারের সঙ্গে ডুয়াল প্রাইমারী ক্যামেরা, 2.45 গিগাহার্জের অক্টাকোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 835 চিপসেট অ্যাড্রিনো 540 জিপিউয়ের সঙ্গে পাঠানো হয়েছে।

এই ফোনটিতে 4 GB র‍্যাম আর 128 GB ইন্টারনাল মেমারি দেওয়া হয়েছে যা বাড়ানো যায়না।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo