Xiaomi Mi 7 ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে, একটি রেন্ডার ভিডিও থেকে জানা গেছে

HIGHLIGHTS

এই ফোনটিতে একটি বড় 5.5-ইঞ্চির IPS LCD ডিসপ্লে থাকতে পারে, আর এতে একটি ফুল ভিউ ডিসপ্লে থাকবে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9 হতে পারে

Xiaomi Mi 7 ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে, একটি রেন্ডার ভিডিও থেকে জানা গেছে

Xiaomi Mi 7 ফোনটির বিষয়ে বিগত বেশ কিছু সময় ধরেই অনেক রকমের লিক সামনে এসেছে। এই লিক গুলি থেকে ফোনটির বিষয়ে বেশ কিছু জানা গেছে। কিছু লিকে এও বলা হয়েছে যে এই ফোনটিতে কোয়াল্কমের লেটেস্ট চিপসেট স্ন্যাপড্র্যাগন 845 থাকতে পাফ্রে। আশা করা হচ্ছে যে লঞ্চ হওয়ার পরে Xiaomi Mi 7 ফোনটি বাজারে আগে থেকে উপস্থিত Mi 6 এর জায়গা নেবে। এই ফোনটিতে হাই-এন্ড ফিচার্স থাকবে। অ্যামাজনে মোটোরোলা ফোনের ওপর বিশেষ ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এবার এই ফোনটির একটি রেন্ডার ভিডিও সামনে এসেছে। আসলে এবার একটি ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড নলেযজে  এই ফোনটির একটি কনসেপ্ট ডিজাইন ভাল করে দেখা গেছে, আর এর সঙ্গে ফোনটির কিছু স্পেক্সও এই ভিডিওতে বলা হয়েছে।

এই ভিডিওটি থেকে এটা জানা গেছে জে এই ফোনটিতে অল-গ্লাস বডি থাকবে। এতে একটি বড় 5.5-ইঞ্চির IPS LCD ডিসপ্লে তাহকবে। এটি একটি ফুল ভিউ ডিসপ্লে হবে যার অ্যাস্পেক্ট রেশিও 18:9 হতে পারে। আর এই ফোনটিতে 6GB র‍্যাম আর 8GB র‍্যামের অপশান থাকতে পারফে। এই ভিডিওতে এই ফোনটির ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo