অটো এক্সপোঃ হণ্ডা 2018-19তে তিনটি নতুন মডেল লঞ্চ করবে

HIGHLIGHTS

কোম্পানি হণ্ডা অ্যামেজের সেকেন্ড জেনারেশান লঞ্চ করেছে, আর এর সঙ্গে হণ্ডা ‘৫ম জেনারেশানের হণ্ডা সিআর-বি’ আর ‘১০ম জেনারেশানের হণ্ডা সিভিক’ লঞ্চ করেছে

অটো এক্সপোঃ হণ্ডা 2018-19তে তিনটি নতুন মডেল লঞ্চ করবে

বিখ্যাত গাড়ি তৈরির কোম্পানি হণ্ডা কার্স ইন্ডিয়া বুধবার বলেছে যে ভারতীয় বাজারে পরবর্তী আথিক বছরে তিনটি নতুন মডেল তারা লঞ্চ করবে। কোম্পানি এই ঘোষনাটি 14তম অটো এক্সপোর প্রি-ওপেন ডেতে করেছে। হণ্ডা মোটোরের ডিরেক্টার আর প্রতিনিধি নির্দেশক তাকাহিয়ো হুচিগো বলেছেন যে, “আমরা ভারতীয় বাজারের প্রতি দায়বদ্ধ আর আমদের লক্ষ্য যে আগামী তিন বছরের মধ্যে আমরা ৬টি মডেল লঞ্চ করব”। আজকে এই স্মার্টফোন গুলি ফ্লিপকার্ট থেকে ডিস্কাউন্টে কেনা যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তিনি এও বলেন যে, “আজ আমরা আমাদের তিনটি মডেলের কথা ঘোষনা করছি, যাতে অল নিউ অ্যামেজ, অল নিউ সিআই-বি আর বহুপ্রতীক্ষিতয় ১০ম জেনারেশানের সিভিক আছে। এগুলি আর্থিক বছর 2018-19তে ভারতীয় বাজারে নিয়ে আসা হবে”।

কোম্পানি হণ্ডা অ্যামেজের দ্বিতীয় জেনারেশান লঞ্চ করেছে। আর এর সঙ্গে হণ্ডা ৫ম জেনারেশানের হণ্ডা সিআই-বি ১০ম জেনারেশানের হণ্ডা সিভিক লঞ্চ করেছে।

তবে বুধবার আর বৃহস্পতিবার মিডিয়া আর এক্সিবিসানের জন্য এই এক্সপো খুলে গেছে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo