8MP 120-ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরার সঙ্গে Sony Xperia L2 ভারতে লঞ্চ হল

HIGHLIGHTS

Sony Xperia L2 ফোনটিতে 3GB র‍্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ আছে, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি এক্সপেন্ড করা যেতে পারে

8MP 120-ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরার সঙ্গে Sony Xperia L2 ভারতে লঞ্চ হল

Sony গতকাল ভারতে তাদের নতুন স্মার্টফোন Xperia L2 লঞ্চ করেছে। ভারতীয় বাজারে এই Sony Xperia L2 ফোনটির দাম 19,990টাকা রাখা হয়েছে। এই ফোনটি গতকাল থেকেই রিটেল স্টোর্সে সেলের জন্য পাওয়া যাচ্ছে। এটি ব্ল্যাক আর গোল্ড কালারে ভেরয়েন্টে কেনা যেতে পারে। অ্যামাজনের 10,000টাকা দামের মধ্যে কিছু অসাধারন স্মার্টফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Sony Xperia L2 ফোনটিতে 5.5-ইঞ্চির একটি HD রেজিলিউশান যুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রেজিলিউশান 1280×720 পিক্সাল। এই ফোনটিতে কোম্পানি মিডিয়াটেক MT6737 চিপসেট দিয়েছে। আর এটি কোয়াড কোর প্রসেসার যুক্ত যার কল্ক স্পিড 1.5GHz। গ্রাফিক্সের জন্য কোম্পানি এই ফোনটিতে মালী T720-MP2 GPU দিয়েছে। আর এর সঙ্গে এই ফোনটিতে 3GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, আর এটি মাইক্রো এসডি কার্ড দিয়ে 256GB অব্দি বাড়ানো সম্ভব।

Xperia L2 ফোনটিতে অ্যান্ড্রয়েড 7.1.1 নোউগাট অপারেটিং সিস্টেম যুক্ত। আর এই ফোনটিতে 3300mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। আর এই ফোনটির ক্যামেরা সেটআপ কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 13MP f/2.0 অ্যাপার্চারের রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটি 8MP’র 120-ডিগ্রি সুপার ওয়াইড অ্যাঙ্গেল যুক্ত।  

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo