এবার ফ্লিপকার্ট নিয়ে এল 10000mAh, 15000mAh এর দুটি পাওয়ার ব্যাঙ্ক

HIGHLIGHTS

10000mAh, 15000mAh এর এই পাওয়ার ব্যাঙ্ক দুটির দাম যথাক্রমে 799টাকা আর 999টাকা, এই পাওয়ার ব্যাঙ্ক দুটি এক্সক্লিউশিভ ভাবে ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাচ্ছে

এবার ফ্লিপকার্ট নিয়ে এল 10000mAh, 15000mAh এর দুটি পাওয়ার ব্যাঙ্ক

ফ্লিপকার্ট তাদের প্রাইভেট লেভেল বিলিয়ান এর অন্তর্গত দুটি নতুন পাওয়ার ব্যাঙ্ক লঞ্চ করেছে। একটি 10000mAh, আর র‍্যাপিড চার্জ পাওয়ার ব্যাঙ্ক, Billion PB130 আর Billion PB129 মডেল নম্বরের সঙ্গে এসেছে যার দাম 799টাকা। আর মডেল নম্বর PB131 আর PB131 এর সঙ্গে লঞ্চ হওয়া পাওয়ার ব্যাঙ্কের দাম 999 টাকা। জানেন কি ফ্লিপকার্টের সেরা স্মার্টফোন কোন গুলি!

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই দুটি ডিভাইস স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ আর চার্জিং এর জন্য USB পোর্টের সুবিধা দেয়। 10,000 mAh এর পাওয়ার ব্যাঙ্কটি ব্ল্যাক আর কপার কালারে পাওয়া যায়। আর সেখানে 15,000 mAh এর পাওয়ার ব্যাঙ্কটি আপনি রোজ গোল্ড আর ব্ল্যাক কালারে কেনা যেতে পারে।

দুটি মডেলই এক বছরের ওয়ারেন্টির সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। আর কোম্পানি ব্লেচজে যে এই পাওয়ার ব্যাঙ্ক দুটি ব্যাটারি প্যাক যুক্ত। এর মধ্যে ব্যাটারি লেভেল ইন্ডিকেটার আছে, যা LED টর্চ যুক্ত।

দুটি পাওয়ার ব্যাঙ্কই USB পোর্ট যুক্ত, যা 5V / 2.1A  পাওয়ার আউটপুটের পরে চার্জিং ডিভাইসকে সাপোর্ট করে। 10000mAh র‍্যাপিড চার্জ 3টি USB পোর্ট সাপোর্ট করে। আর 15000mAh আর হাই এনার্জি বিলিয়ান পাওয়ার ব্যাঙ্ক 2টি USB পোর্ট সাপোর্ট করে।

সম্প্রতি সাওমি তাদের নতুন ‘মেড ইন ইন্ডিয়া’ Mi Power Bank 2i লঞ্চ করেছে। কোম্পানি তাদের গত বছরের নভেম্বর মাসে এটি লঞ্চ করেছিল। যা 10000 mAh আর 20000 mAh ক্ষমতাসমপন্ন। আর এর দাম শুরু হয় 799 টাকা থেকে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo