Xiaomi Mi 6X ফোনটির বিষয়ে আরও একটি নতুন খবর পাওয়া গেছে, এতে ডুয়াল ক্যামেরা থাকতে পারে

HIGHLIGHTS

এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও আছে, আর এই ফোনের ডিসপ্লে 5.7-ইঞ্চি বা 5.9-ইঞ্চির হতে পারে

Xiaomi Mi 6X ফোনটির বিষয়ে আরও একটি নতুন খবর পাওয়া গেছে, এতে ডুয়াল ক্যামেরা থাকতে পারে

বিগত বেশ কিছু দিন ধরেই খবর শোনা যাচ্ছে যে আপাতত সাওমি Mi 5X (Mi A1) এর একটি নতুন আপডেটেড ভার্সান লঞ্চ করবে আর তার ওপরই কাজ করছে। যা Xiaomi Mi 6X নামে পরিচিত হবে। ভারতে Xiaomi Mi 6X ফোনটি Mi A2 নামে লঞ্চ হতে পারে। এই ল্যাপটপ গুলি ফ্লিপকার্টে 15,000 টাকা দামের মধ্যে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মাত্র কিছু দিন আগেই এই ফোনটির কিছু লাইভ ছবি লিক হয়েছিল, যা থেকে ফোনটির রেয়ার প্যানেলে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা গেছিল। আর এবার এই ফোনটির কেসের ছবি অনলাইনে লিক হয়েছে, যা দেখে এটা মনে করা হচ্ছে যে এই ফোনটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করা হবে।

 

এই নতুন লিকটি ওয়াইবোতে অনফোন্স স্পট করেছে। এর মধ্যে Xiaomi Mi 6X ফোনটির রেয়ার অংশ দেখা গেছে, যার সঙ্গে এর আগের লিকের অনেক মিল আছে। এই ছবিতে ভার্টিকাল ডুয়াল ক্যামেরার সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেখা গেছে।

এর আগের বেশ কিছু লিক থেকে জানা গেছে যে এই ফোনটিতে 18:9 অ্যাস্পেক্ট রেশিও দেওয়া হয়েছে। এই ফোনটিতে 5.7-ইঞ্চির বা 5.9-ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি ফুল HD+ রেজিলিউশান যুক্ত ডিসপ্লে হবে। তবে এখনও অব্দি এই ফোনটির বিষয়ে বেশি কিছু জানা যায়নি।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo