HIGHLIGHTS
Honor 7X Red Edition টি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে 12,999 টাকায় কিনতে পাওয়া যাচ্ছে
হনার তাদের Honor 7X ফোনটির একটি নতুন ভেরিয়েন্ট ভারতে লঞ্চ করেছে। আর এবার এই ফোনটি অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে কিনতে পাওয়া যাচ্ছে। হনার তাদের এই ফোনটি ওই সাইটেই নিয়ে এসেছে। তবে এখনও অব্দি এটা জানা যায়নি যে এই ফোনটি কবে থেকে কিনতে পাওয়া যাবে। এর আগে এই ফোনটি ব্ল্যাক, ব্লু আর গোল্ড কালার অপশানে কিনতে পাওয়া যেত। 20,000টাকা দামের কিছু সেরা স্মার্টফোন
SurveyHonor 7X ফোনটির ফিচার্স কেমন তা এবার দেখে নেওয়া যাক। এই ফোনটিতে 5.93 ইঞ্চির LCD ডিসপ্লে আছে যার রেজিলিউশান 2160 x 1080p। আর এই ফোনটিতে কিরিন 659 চিপসেট, 4GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত। এই হ্যান্ডসেটটি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে।
Honor 7X ফোনটিতে 16MP+2MP’র ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে আর এর ফ্রন্টে একটি 8MP’র ক্যামেরা থাকবে। এই হ্যান্ডসেটটিতে EMUI 5.1 এর সঙ্গে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাটে চলে।
এই ডিভাইসটিতে একটি রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হয়েছে। এই ডিভাইসে 3340 mAh এর ব্যাটারি আছে আর চার্জিং এর জন্য এই ফোনে মাইক্রো USB পোর্ট দেওয়া হয়েছে।