Nokia 5 ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট পাচ্ছে

HIGHLIGHTS

এই নতুন ওরিও আপডেট থেকে এই ফোনটি পিকচার-ইন-পিকচার মোড নোটিফিকেশান ডটস, আটোফিল পাসওয়ার্ড এর মতন ফিচার্স পাচ্ছে

Nokia 5 ফোনটি অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট পাচ্ছে

HMD গ্লোবাল Nokia 5এর জন্য অ্যান্ড্রয়েড 8.0 ওরিওর আপডেট দেওয়া শুরু করে দিয়েছে। কোম্পানির চিফ প্রোডাক্ট অফিসার Juho Sarvikas টুইট করে জানিয়েছেন আর দাবি করেছেন যে ওরিও আপডেটের পরে এবার এই ফত্নি আরও স্মুথ হয়ে যাবে। ফ্লিপকার্টে এই হেডফোন গুলি ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

তিনি এর সঙ্গে এও জানিয়েছেন যে এই আপডেটের ফেস দেওয়া হবে আর অন্য ইউজার সফটোয়্যার আপডেট সেটিংস এ গিয়ে জানতে পারবেন যে তাদের ডিভাইসটিতে এই আপডেট পাওয়া যাবেকিনা।

এই নতুন ওরিওর আপডেট থেকে এই ফোনটি পিকচার-ইন-পিকচার মোড নোটিফিকেশান ডটস, আটোফিল পাসওয়ার্ড এর মতন ফিচার্স পাচ্ছে

যদি Nokia 5 ফোনটির ফিচার্স দেখা যায় তবে দেখা যাবে যে এতে অ্যালুমেনিয়াম ইউনিবডি দেওয়া হয়েছে। এটি 5.2-ইঞ্চির পোলারাইজড HD ডিসপ্লে যুক্ত, যা গোরিলা গ্লাস যুক্ত। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও দেওয়া হয়েছে।

আর এর সঙ্গে এতে 3GB র‍্যাম আর 16GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যাবে।

এতে 13MP’র রেয়ার আর 8MP’র ফ্রন্ট ফেসিং ক্যামেরাও দেওয়া হয়েছে। এটি 3000mAh এর ব্যাটারি যুক্ত। এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 430 64-বিট চিপসেট দেওয়া হয়েছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo